Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

কিন্তু সত্যিকার আগ্রহ প্রচেষ্টা দ্বারা সকল কাজ সহজ হয়ে যাবে যেমনিভাবে ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলো:ইলমশিখার মাধ্যমে অর্জিত হয় সহনশীল স্বভাবকষ্ট করে সহ্য করার দ্বারা সৃষ্টি হয়ে থাকে আর যে মঙ্গলজনক বিষয় অর্জন করার জন্য চেষ্টা করে তাকে মঙ্গলজনক বিষয় দান করা হয়, আর যে মন্দ বিষয় থেকে বাঁচতে চায়, তাকে বাঁচানো হয় (তারিখে দামেশক, ১৮/৯৯)

    হাদীস শরীফের এই অংশ সহনশীল স্বভাব কষ্ট করে সহ্য করার দ্বারা সৃষ্টি হয়এর উপর গভীর চিন্তা করুন এবং নিয়্যত করে নিন যে, আমরাও নিজেদের মধ্যে সহনশীলতার গুন সৃষ্টি করার চেষ্ট করবো اِنْ شَآءَ الله

    রহমতে আলম, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহনশীলতা, নম্রতা এবং কোমল হৃদয়ের উদারহরণ তিনি নিজেই আল্লাহ পাক হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمনম্র অন্তরের প্রশংসা করে চতুর্থ পারা সুরা আলে ইমরান আয়াত ১৫৯ এর মধ্যে ইরশাদ করেন:

فَبِمَا  رَحْمَةٍ  مِّنَ  اللّٰهِ  لِنْتَ  لَهُمْۚ-وَ  لَوْ  كُنْتَ  فَظًّا  غَلِیْظَ  الْقَلْبِ  لَا  نْفَضُّوْا  مِنْ  حَوْلِكَ۪

(পারা: , সূরা: আলে ইমরান, আয়াত: ১৫৯)

কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর কেমনই আল্লাহর কিছু দয়া হয়েছে যে, হে মাহবুব! আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন আর যদি আপনি রূঢ় কঠোর চিত্ত হতেন তবে তারা নিশ্চয় আপনার আশপাশ থেকে পেরেশান হয়ে যেতো

    হযরত আব্দুল্লাহ্ বিন আমর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুনাবলী প্রথমে কিতাবের মধ্যে দেখেছি, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মেজাজীও ছিলেন না, পাষাণ হৃদয়ের ছিলেন না, বাজারের মধ্যে শোরগোলকারী ছিলেন না আর মন্দের প্রতিশোধ মন্দের দ্বারাও নিতেন না বরং ক্ষমা উদারতা প্রদর্শনকারী ছিলেন