Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

অধিকারী এবং তোমাদের মধ্যে আমার নিকট অধিক অপছন্দনীয় এবং আখিরাতে আমার থেকে অধিক দূরে ব্যক্তি হবে, যে খারাপ চরিত্রের অধিকারী

(আল মুসনদ লিল ইমাম অহমদ বিন হাম্বল, ৬ষ্ঠ খন্ড, ২২০ পৃষ্ঠা, নং: ১৭৭৪৭)

    হযরত আবু হুরাইয়া رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; রাসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার মতে তোমাদের মধ্যে অধিক পছন্দনীয় লোক হলো সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, বিনম্র অন্তর লোকদের প্রতি ভালবাসা পোষণকারী যাকে লোকেরা ভালোবাসে এবং তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে, যে চোগলখুরী করে, যে দুবন্ধুর মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং পবিত্র নেককার লোকদের দোষ খুঁজে

(মাজমাউয যাওয়ায়িদ, কিতাবুল, /৪৮ পৃষ্ঠা, নং ২২৬৬৮)  

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

উত্তম চরিত্রের নিদর্শন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! উত্তম চরিত্রের  অধিকারীর হওয়ার কেমন বরকত। এই ধরণের ব্যক্তিরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হয়ে থাকে। অথচ বেয়াদব এবং মন্দ চরিত্রের অধিকারীদের কেউই পছন্দ করে না। দুনিয়াতে ও লোকেরা তাদেরকে খারাপ মনে করে। আখিরাতেও অপমান ও অপদস্থের হকদার হয়। ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তম চরিত্রের নিদর্শন সমূহ বর্ণনা করে বলেন: উত্তম চরিত্রের অধিকারী হলো সেই, যে অধিক লজ্জাশীল, কাউকে কষ্ট দানকারী নয়। নেক আমলকারী, সত্যবাদী, অল্প ভাষী, অধিক আমলের অভ্যাসীঅহেতুক কার্যাবলী থেকে যতটুকু সম্ভব বাঁচে এবং অনর্থক কথা বলা থেকে বেঁচে থাকে। নেককার ধের্যশীল, আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তষ্ট শোকরকারী, সহনশীল, নম্র স্বভাবের, পবিত্র ও