Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

আমি (আবু কুবাইচ কুয়াই কিয়ান) উভয় পাহাড়কে কাফেরদের উপর উল্টে দিই তবে উল্টে দিব এটা শুনে হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উত্তর দিলেন: না বরং আমি এটা আশা করি যে, আল্লাহ পাক তাদের বংশে এমনি বান্দা সৃষ্টি করবেন যারা শুধুই আল্লাহ পাকের ইবাদত করবে, শিরিক করবে না

(সহীহ আল বুখারী, /৩৮৬ পৃষ্ঠা, হাদীস ৩২৩১)

যাও! তোমরা সবাই মুক্ত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! এতো খারাপ আচরণ করা সত্ত্বেও হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের উপর প্রতিশোধ নিলেন না, অভিশাপও দিলেন না এভাবেই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্পূর্ণ জীবনই মহা মর্যাদার ঘটনাবলী সাজানো রয়েছে কিন্তু মক্কা বিজয়ের সময় যে পরিপূর্ণ দয়া নম্রতার প্রকাশ করলেন এর উদাহরণ পাওয়াটা অসম্ভব বর্ণনা করা হয়েছে: যে দিন মক্কা বিজয় হয় এবং কাফির শয়তানের শিষ্যরা অপদস্থ হয় তখন প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কা বাসীদের জিজ্ঞাসা করলেন: হে কোরাইশবাসীরা! তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করবো? তারা বললো: نَظُنُّ خَيْرًا অর্থাৎ আমরা হুযুরের কাছ থেকে ভালো কিছু কামনা করি, نَبِیٌّ کَرِیْمٌ وَ اَخٌ کَرِیْمُ وَ ابْنُ اَخٍ کَرِیْمٍ وَ قَدْ قُدِرْتَ কেননা, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন দয়ালু নবী, দয়ালু ভাই এবং আমাদের দয়ালু ভাইয়ের পুত্র আর আল্লাহ পাক আপনাকে আমাদের উপর ক্ষমতা দান করেছেন তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আজ আমি তোমাদের কথাই বলছি যেটা আমার ভাই ইউসুফ তার ভাইয়ের ব্যাপারে বলেছিলো এরপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই আয়াতে মোবারকা তিলাওয়াত করলেন:

لَا تَثْرِیْبَ عَلَیْكُمُ الْیَوْمَؕ-یَغْفِرُ اللّٰهُ لَكُمْ٘-وَ هُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ(۹۲)

(পারা: ১৩, সূরা: ইউসুফ, আয়াত: ৯২)