Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

কানযুল ঈমান থেকে অনুবাদ: আজ তোমাদের কে তিরস্কার করা হবে না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি সমস্ত দয়ালুর চেয়ে অধিক দয়ালু

আর ইরশাদ করলেন: যাও! তোমরা সবাই মুক্ত (ছুবুলুল হুদা ওয়ার রশাদ, /২৪২)

    سُبْحٰنَ الله! কেমন মর্যাদা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যে সকল লোকেরা হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর অত্যাচার নির্যাতনের পাহাড় ভেঙ্গে ছিলো দ্বীনের প্রচারের সময় বিভিন্ন ধরণের কষ্ট দিয়েছিল এমনকি নিজের জন্মভূমি পর্যন্ত ছাড়তে বাধ্য করেন এতেই ক্ষান্ত হয়নি বরং হিজরতের পরও শান্তিতে থাকতে দেয়নি এবং মক্কা বিজয়ের দিন যখন রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর প্রাণ উৎসর্গ কারীরা তাদের উপর বিজয়ী হলো, তখন তাদের থেকে প্রতিশোধ নেওয়া ছাড়াই নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দয়া সহনশীলতা প্রদর্শন করে ক্ষমা করে দিলেন 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহনশীলতা কয়েকটি ঘটনা!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের অবস্থা হলো; একে অপরের মাঝে ছোট ছোট মতানৈক্যকে সারা জীবনের সমস্যা বানিয়ে রাখি এবং সমাধানের কোন সুযোগও রাখি না আমাদের প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অভ্যাস ছিলো, তিনি কখনো নিজের ব্যাপারে প্রতিশোধ নিতেন না আসুন! নিজের কর্মকান্ডকে নবীর সুন্নাতের প্রতিচ্ছবি করতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহনশীলতা দয়ার প্রসঙ্গে চারটি ঘটনা শুনি:

    (১) এক সফরে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিশ্রাম নিচ্ছিলেন গাওরাছ বিন হারেছ হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে শহীদ করার জন্য