Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর আসা পাথর নিজের শরীরে নিয়ে নিতেন আর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বাঁচাতেন এমনকি তিনি রক্তাত্ত হয়ে গেলেন এবং আঘাতে দূর্বল হয়ে গেলেন শেষ পর্যন্ত হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আঙ্গুরের একটি বাগানে আশ্রয় নিলেন

(আর মাওয়াহিবুল লদুনিয়্যাহ, / ১৬৬-১৬৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

উহুদ যুদ্ধের চেয়েও কঠিন দিন:

    এই ঘটনার কিছু দিন পর একবার উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার নিকট উহুদ যুদ্ধের চেয়েও অধিক কোন কঠিন দিন কি অতিবাহিত হয়েছিল? তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হ্যাঁ, হে আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا! ঐ দিন আমার জন্য উহুদ যুদ্ধের চেয়েও কঠিন ছিলো যখন আমি তায়েফের এক সর্দার ইবনে আবদে ইয়ালিল কে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। সে ইসলামের  দাওয়াত কে ঘৃণার সাথে প্রত্যাখান করল এবং তায়েফ বাসীরা আমার উপর পাথর নিক্ষেপ করল। আমি ঐ দুঃখ কষ্টে মাথা ঝুঁকিয়ে চলতে লাগলাম এক পর্যায়ে করনুছ ছায়ালিবেপৌঁছার পর পর আমার হুশ আসল সেখানে পৌঁছে যখন আমি মাথা উঠলাম দেখতে ফেলাম একঠি মেঘ আমাকে ছায়া দিচ্ছিল। ঐ মেঘ থেকে হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام আমাকে আওয়াজ দিলো। আর বললো: আল্লাহ পাক আপনার সম্প্রদায়ের কথা এবং তার জবাব শুনে নিয়েছে। আর এখন আপনার খেদমতে পাহাড়ের ফেরেস্তা উপস্থিত যাতে সে আপনার আদেশ পালন করে। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বর্ণনা: পাহাড়ের ফেরেস্তা আমাকে সালাম করে আরয করলো: হে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যদি আপনি চান যে,