Book Name:Hilm e Mustafa
(তাফসীর ইবনে কাসীর, ২/১৩০)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহনশীলতার একটি সর্বোত্তম ঘটনা
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহনশীলতা ও ক্ষমা অর্থাৎ কষ্টকে সহ্য করে অপরাধীদের কে সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ করা ছাড়াই ছেড়ে দেওয়া এবং ক্ষমা করে দেওয়ার মতো পবিত্র অভ্যাস ঐ মহান সত্ত্বার ছিল যার উদাহরণ সারা বিশ্বের মধ্যে আর পাওয়া যাবে না। তেমনিভাবে যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইসলামের দাওয়াতের জন্য তায়েফে সফর করলেন। তখন হযরত যায়েদ বিন হারেসা رَضِیَ اللهُ عَنْہُ ও হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে ছিলেন। তায়েফে অনেক বড় বড় আমীর ও বিত্তশালী ছিলো, তাদের মধ্যে আমর গোত্র সকল গোত্রের সরদার বলে গন্য করা হতো। এরা তিন (৩) ভাই ছিলো: আবদে ইয়ালিন, মাসউদ, হাবীব। হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐ তিন জনের নিকট তাশরীফ নিয়ে গেলেন এবং ইসলামের দাওয়াত দিলেন। ঐ তিনজন ইসলাম গ্রহণ করেনি। বরং পরিশেষে বেয়াদবী মূলক জবাব দিলো। ঐ দূভার্গরা এত ক্ষান্ত হয় নি বরং ঐ মন্দ লোকেরা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে খারাপ আচরণ করতে উদ্যত হলো। অতঃপর ঐ মন্দ লোকেরা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে চর্তুদিক থেকে আক্রমণ করল। পাথর নিক্ষেপ করলো, এমনকি তাঁর শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেলো। উভয় পা মোবরাক রক্তে ভরে গেলো। যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আঘাতে জর্জরিত হয়ে বসে যেতেন, তখন এই জালিমরাই নির্মমভাবে তাঁর বাহু ধরে উঠাতো আর তিনি যখন বলতে শুরু করতেন তখন পুনরায় তাঁর উপরে পাথর নিক্ষেপ করত এবং সাথে সাথে ঠাট্টা করত গালি দিতো। তালি বাজাত, হাঁসি তামাশা করতো, তখন হযরত যায়েদ বিন হারেসা رَضِیَ اللهُ عَنْہُ দৌঁড়ে দৌঁড়ে