Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বিষ দিয়েছিল (আল মাওয়াহিবুল লাদুনিয়াহ লিলকুছতুলনি, /৯১ পৃষ্ঠা)

    () উহুদের যুদ্ধে হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাঁত মোবারকের কিছু অংশ শহীদ এবং নূরানী চেহারায় আঘাত করা হলো কিন্তু হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লোকদের ব্যাপারে এটা ছাড়া কিছুই বলেননি: اَللّٰھُمَّ اھْدِ قَوْمِیْ فَاِنَّھُمْ لَا یَعْلَمُوْنِ অর্থা হে আল্লাহ! আমার সম্প্রদায়কে হিদায়াত দাও কেননা, এরা আমার সম্পর্কে জানে না (আশ শিফা /১০৫ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জুলুমের প্রতিশোধ নিতেন না:

    আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রত্যেককে নম্রতা ভালবাসা প্রদান করতেন কখনো নিজের ব্যক্তিগত কারণে রাগ করতেন না কিন্তু যখন শরীয়াতের সীমা রেখা ভঙ্গ করা হতো আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নিতো, তখন কপাল মোবারকে জালালী অবস্থার চিহ্ন প্রকাশ পেতো যেমনিভাবে- উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা তৈয়্যেবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি কখনো রাসূলে আকরাম, শাহানশাহে বনী আদম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের উপরকৃত জুলুমের প্রতিশোধ নিতে দেখিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখাকে ভঙ্গ করা না হয় আর যখন আল্লাহ পাকের নির্ধারিত সীমা রেখা থেকে কোন একটি ভাঙ্গা হয়, তখন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুবই জালালী অবস্থায় এসে যেতেন (আশ শামায়লিুল হামদিয়্যাহ লিত তিরমীযী বাবু মাজা ফি খলকি রাসুল্লাহ্, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, ১৯৮ পৃষ্ঠা, হাদীস: ৩৩২)

    উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: কোরাইশ বংশের বনি মখজুমের এক মহিলা বলেন: মহিলা চুরি করলো, তখন কোরাইশরা চিন্তা ভাবনা করতে লাগলো যে, প্রিয়