Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একক প্রচেষ্টা

                বর্ণিত রয়েছে; এক যুবক রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো এবং আরয করতে লাগল: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে অর্পকর্ম করার অনুমতি দিন এটা শোনা মাত্রই সমস্ত সাহাবায়ে কিরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان রাগান্বিত হয়ে গেলেন এবং তাকে মারতে চাইলেন রহমতে আলম, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তাকে মারিও না তারপর তিনি তাকে পাশে ডেকে বসালেন এবং খুবই নম্রতার সাথে তাকে প্রশ্ন করলেন হে যুবক! তুমি কি এটা পছন্দ করো যে, কেউ তোমার মায়ের সাথে এই ধরণের কাজ করুক সে আরয করলো: আমি এটা কিভাবে মেনে নিবো? হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তবে অন্য লোক তোমার ব্যাপারটা কিভাবে মেনে নিবে? তারপর তিনি ইরশাদ করলেন: যদি তোমার মেয়ের সাথে এরূপ করা হয়, তবে তুমি কি এটা পছন্দ করবে? আরয করল: না তিনি ইরশাদ করলেন: যদি তোমার বোনের সাথে কেউ এরূপ অভদ্র আচরণ করে তো? এবং যদি তোমার খালার সাথে করে? এমনিভাবে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক এক আত্মীয়ের ব্যাপারে প্রশ্ন করলেন আর সেই বলতে লাগলো: আমার পছন্দ নয় আর লোকেরাও সন্তুষ্ট নয় তখন আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার বুকে হাত রেখে আল্লাহ পাকের দরবারে আরয করলেন হে আল্লাহ! তার অন্তরে কে পবিত্র করে দাও তার লজ্জ্বা স্থান কে বাঁচাও এবং তার গুনাহ  ক্ষমা করে দাও এরপর যুবক সারা বছর অপকর্ম থেকে বেঁচে ছিলো

(মুসনদে ইমাম আহমদ, /২৮৫ পৃষ্ঠা, নং: ৬৬৬৭৪)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমাদের প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিরূপ ভালবাসা নম্রতার