Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

(নিজের নফসকে আল্লাহ পাকের শাস্তি দ্বারা ভীত রাখুন যে, যেমনিভাবে আমার এই ব্যক্তির উপর সামর্থ্য অর্জন হয়েছে তার থেকেও বড় সার্মথ্যবান আমার উপর আল্লাহ পাকের যদি আমি তার উপর নিজের রাগকে প্রকাশ করে দিই তবে কিয়ামতের দিন আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচতে পারবো না

(এমনিভাবে রাগের কারণে সংগঠিত হওয়া ডাক্তারী ক্ষতির প্রতি গভীর মনযোগ দিন এমনিভাবে সুস্থতার উপর খারাপ প্রভাব পড়ে

(বেশি পরিমাণে তাওবা ইসতিগফার করুন এর বরকতে اِنْ شَآءَ الله এই অভ্যাস থেকে মুক্তি পাবে এবং ঘৃণা সৃষ্টি হবে 

১৫ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা নম্রতা ধৈর্যের এই সব পদ্ধতি গ্রহণ করতে চাই রাগকে নিয়ন্ত্রন নম্রতাও দয়ার অভ্যাস এবং উত্তম চরিত্রের প্রতিচ্ছবি বানাতে চাই, তবে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করুন আর নেক আমল রিসালা (ঋরষষ) পূরণ করে প্রত্যেক মাসে আপন যিম্মাদারকে জমা করিয়ে দেয়ার অভ্যাস গড়ুন اِنْ شَآءَ الله এর বরকতে দ্বীন দুনিয়ার অসংখ্য বরকত অর্জিত হবে শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদান কৃত ৭২ নেক আমল রিসালার মধ্যে ৫১ নং নেক আমল হলো যে কোন ইসলামী ভাই (বিশেষ করে যিম্মাদার) থেকে مَعَاذَ الله যদি কোন দোষ -ত্রুটি প্রকাশ পেয়ে যায় আর সংশোধন করার প্রয়োজন হয় তবে লিখিতভাবে বা সাক্ষাত করে সরাসরি (নম্রভাবে) বুঝানোর চেষ্টা করেছেন? নাকি مَعَاذَ الله শরীয়তের বিনা অনুমতিতে অন্য করো কাছে প্রকাশ করে গীবতের গুনাহ করে বসেছেন?