Book Name:Hilm e Mustafa
এই নেক আমলের মধ্যে আমাদেরকে নম্রতার প্রদর্শন করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, এর উপর আমল করার বরকতে আমাদের মধ্যে নম্রতার আগ্রহ সৃষ্টি হবে
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে (মূলত) আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।”
(মিশকাতুল মাসাবীহ, ২/ ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা “১০১ মাদানী ফুল” থেকে হাঁচির মাদানী ফুল শ্রবণ করি: প্রথমে দু’টি হাদীস শরীফ লক্ষ্য করুন: * “আল্লাহ পাকহাঁচি পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন।” (বুখারী, ৪/১৬৩ পৃষ্ঠা, হাদীস নং- ৬২২৬) * যখন কারো হাঁচি আসে আর সে اَلْحَمْدُ لِلّٰه বলে তখন ফিরিশতাগণ رَبُّ الْعٰلَمِیْنَ বলে। যদি সে رَبُّ الْعٰلَمِیْنَ বলে, তবে ফিরিশতাগণ বলেন: আল্লাহ পাক তোমার উপর দয়া করুক। (আল মুজামুল কবীর, ১১/৩৫৮ পৃষ্ঠা, হাদীস নং- ১২২৮৪) * হাঁচি আসলে মাথা নিচু করুন, মুখ ঢেকে রাখুন এবং নিম্ন স্বরে বের করুন, উচ্চ স্বরে হাঁচি দেওয়া বোকামী। (রদ্দুল মুহতার, ৯/৬৮৪ পৃষ্ঠা) * হাঁচি আসলে اَلْحَمْدُ لِلّٰه বলা চাই। খাযাইনুল ইরফান ৩য় পৃষ্ঠায় তাহতাবীর বরাতে লিখেন: হাঁচি আসলে আল্লাহ পাকের প্রশংসা করা সুন্নাতে মুয়াক্কাদা। উত্তম হচ্ছে; اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ কিংবা اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰی کُلِّ حَال বলা। * শ্রবণকারীর উপর তৎক্ষণাৎ