Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

এর উপর আমল করার উৎসাহ পাওয়ার পাশাপাশি সিনেমা-নাটক, গান-বাজনা, পর্দাহীনতা ইত্যাদি গুনাহ্ থেকে বাঁচতে নেকী করতে এবং ইশ্কে রাসূলে কান্না করার মন-মানসিকতা তৈরী হবে

নম্রতা অবলম্বণ করুন, উপকারীতা অর্জন করুন!

প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা কাউকে গুনাহের মধ্যে লিপ্ত দেখি, তবে মুসলমানের প্রতি হিতাকান্ধী হয়ে তার আখিরাতের কল্যানের জন্য শরীয়াতের বিরোধীতা করার কারণে তাকে সংশোধন করুন যদি বুঝানোতে ফিৎনা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অন্তরে অবশ্যই মন্দ জানা উচিৎ যখনি নিজস্ব ব্যাপারে বিরোধিতার ক্ষেত্রে ধৈর্য ক্ষমার মাধ্যমে কাজ করা উচিৎ যে কেউ যতই রাগান্বিত করুক আমাদের নিজের মুখ হাতকে নিয়ন্ত্রন রেখে আল্লাহ পাকের সন্তষ্টির জন্য ক্ষমা করে দেওয়া উচিৎ কেননা, যখন মুখ নিয়ন্ত্রনহীন হয়ে যায়, তখন অনেক সময় সু সংগঠিত কাজ উল্টে যায় এই জন্য কেউ সত্য বলেছেন

হে ফালাহ কায়ামরানি নরমি আসানি মে,

হার বনা কাম বিগড় যাতা হে নাদানী মে

    স্মরণ রাখবেন! যদি আমরা কারো ভুলের উপর আল্লাহ পাকের সন্তুষ্টি এবং ভালো ভালো নিয়্যতের সাথে তার থেকে প্রতিশোধ নেওয়া ছেড়ে দিই। তবে আমাদের সমাজে শান্তি ও নিরাপত্তার বেষ্টনীতে পরিণত হবে এবং ফিৎনা ফ্যাসাদের নাপাক শিকড় নিজে নিজেই উপড়ে যাবে। ধৈর্য ও নম্র অন্তর আল্লাহ পাকের পছন্দ। যার এই মহান নেয়ামত মিলে গেলো। সে অনেক সৌভাগ্যবান। নম্রতা মানুষের সৌন্দর্য্য সব সময় রাগান্বিত থাকা ভদ্রতার পরিপন্থি। চরিত্রবান ও নম্র লোক সকলের কাছে প্রিয় বদ মেজাজী ও পাষাণ হৃদয়রে লোক থেকে মানুষ দূরে পালাতে