Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

اِنْ شَآءَ الله চর্তুদিক থেকে সুন্নাতের মাদানী বাহার এসে যাবে এবং নেকীর দাওয়াতের সাড়া জাগবে 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেকীর দাওয়াত মাদানী চ্যানেল

    اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলদের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী নেকীর দাওয়াত প্রসার করতে লোকদের কে উদাসীনতার নিদ্রা থেকে জাগাতে গুনাহ্ আর পথ ভ্রষ্টতার বিস্তৃতি থেকে বাঁচতে ঘরে ঘরে ইশ্কে রাসূলের প্রদীপ জ্বালতে। মারহাবা ইয়া মুস্তফার ব্যাপক সাড়া জাগাতে ৮০ এর চেয়ে অধিক বিভাগের মাধ্যমে মাদানী কাজ করে যাচ্ছে। এই গুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো মাদানী চ্যানেল। * মাদানী চ্যানেল ইসলামী আকীদা রক্ষাকারী বরং ঘরে ঘরে এর সফর অব্যাহত। * মাদানী চ্যানেল আর্ন্তজাতিকভাবে ইসলামের বার্তাকে সুন্দর ও হৃদয়গ্রাহীভাবে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর জন্য উৎসাহ সেখানে এটা ছাড়া পৌঁছানো খুবই দুষ্কর। * মাদানী চ্যানেল এমন একটি ইসলামীক চ্যানেল যেখানে কোন মহিলাকে দেখানো হয় না। এই প্রেক্ষিকে এটাকে একটি আইডিয়াল ইসলামিক চ্যানেল বলা যায়। * মাদানী চ্যানেল নির্লজ্জ্ব অশ্লীল, নগ্নতার স্রোতে বিপদগামী উম্মতে মুসলিমাকে সংশোধনের জন্য আলোকিত কর্মকান্ড করে যাচ্ছে। * মাদানী চ্যানেলে আকাইদ, ইবাদত, চরিত্র, কর্মকান্ড এবং সমাজের সাথে সম্পৃক্ত কর্মকান্ডের প্রতি মনোনিবেশ এবং তার দায়িত্বে অর্পনের চেষ্টা করে যাচ্ছে। আপনার নিকট মাদানী অনূরোধ যে, মাদানী চ্যানেল নিজে দেখতে থাকুন অন্যকেও দেখার দাওয়াত দিতে থাকুন اِنْ شَآءَ الله কুরআন ও ফরজ উলুমের সাথে সম্পৃক্ত অনেক উলমে দ্বীনের ধন ভান্ডার পেতে অনেক শারীরিক ও মানষিক রোগের ও দুশ্চিন্তার ঘরে বসে চিকিৎসা পেতে হাজারো সুন্নাত শিখতে এবং