Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতের কল্যাণ সফলতার আকাঙ্ক্ষা রয়েছে, এই জন্য আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরন অনুকরণ করতে হবে কেননা, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাথা, কাজ, চরিত্র, অভ্যাস এবং সমস্ত গুনাবলী আমাদের জন্য মুক্তির মাধ্যম আজ আমরা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এক পবিত্র গুন সহনশীলতার ব্যাপারে শুনব সহনশীলতা কাকে বলে? এর পরিচিতি কি? এর গুরুত্ব কি? তাও শুনাবো আসুন! সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সহনশীলতার ব্যাপারে এক ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করি:

এক বেদুঈনের ঘটনা

    উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত; একবার নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক বেদুঈনের কাছ  থেকে এক ওসক (ছয় মণ ত্রিশ সের) খেঁজুরের বিনিময়ে একটি উট কিনলেন। খেঁজুর দেওয়ার জন্য যখন তিনি মহান ঘরে এসে খেঁজুর খোঁজে দেখলেন, তখন খেঁজুর পেলেন না। প্রিয় নবী صَلَّی اللهُ