Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

জেনেছি? শত কোটি আফসোস! বাচ্চার মা রান্না করতে দেরী করলে খাবারে লবণ বেশি হয়ে গেলে। বাচ্চা স্কুল ফাকি দিলে তো অবশ্যই তা আমরা সহজে মেনে নি না। কিন্তু ঘরের সদস্যদের নামায কাযা হয়ে যাচ্ছে, সদস্রদের প্রতিটি পাঁচ ওয়াক্ত নামায কাযা হয়ে যাচ্ছে, তবে মাথায় কোন চিন্তা আসে না তাকে বুঝানোর চেষ্টা পর্যন্ত করি না। আপনি নিজেই একটু চিন্তা করুন। কেউ মিউজিক বাজাচ্ছে। হয়তঃ আপনার বাঁধা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আপনার অন্তরে কি কোন কম্পন হয়েছিল? আপনি কি সেটা কে খারাপ জেনেছেন? জ্বী না এই জন্য আপনার মোবাইলে আল্লাহর পানাহ্ মিউজিক্যাল টিউন রয়েছে। দুই ব্যক্তি গলিতে গালি গালাজ করছে? খারাপ লেগেছে। জ্বী না কেন? এই জন্যই যে কখনো কখনো আপনার মুখ দিয়েও আল্লাহ পাকের পানাহ্! গালি বের হয়ে আসে। অমুক মিথ্যা বললো। আপনার খারাপ লাগেনি? জ্বী হ্যাঁ কেন? এই জন্য যে, আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে। বাকীটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খারাপ কিভাবে লাগবে লোকেরা নিজেরাই মুখ দিয়ে আল্লাহ পাকের পানাহ্ মিথ্যা বলে। এই উদাহরণ গুলি শুধুমাত্র ছেড়ে দেওয়ার জন্য। অন্যথায় অনেদের অবস্থা এমনি তাদের মোবাইলে মিউজিক্যাল টিইন নেই। গালি গালাজ মিথ্যার অভ্যাস নেই। তারপর ও অন্তরে খারাপ জানার মন মানসিকতা নেই। যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য প্রকৃত অর্থে মন্দকে অন্তরে খারাপ জানার মন মানসিকতা তৈরী হয়ে যায়। দুঃখিত হওয়ার অভ্যাস হয়ে যায়, তবে اِنْ شَآءَ الله সমাজের মধ্যে সংশোধনের যুগ চলে আসবে। যখন আমরা মন্দকে অন্তর থেকে খারাপ জানার ক্ষেত্রে পাকা পোক্ত হয়ে যাবো, তখন অন্যকে বুঝানো শুরু করে দিলে