Book Name:Hilm e Mustafa
হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তাওবারী নিয়ে কোষ থেকে বের করলো। যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুম থেকে জাগ্রত হলেন, তখন গাওরাছ বলতে লাগলো: হে মুহাম্মদ! এখন আমার কাছ থেকে আপনাকে কে বাঁচাবে? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আল্লাহ! নবুয়তের প্রভাবে তরবারী তার হাত থেকে পড়ে গেলো এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তরবারী হাত মোবারকে নিয়ে বললেন: এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? গাওরাছ বিনীতভাবে বললো: আপনিই আমার প্রাণ রক্ষা করুন। রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে ছেড়ে দিলেন এবং ক্ষমা করে দিলেন। অতঃপর গাওরাছ তার সম্প্রদায়ের নিকট এসে বলতে লাগলো: হে লোকেরা! আমি এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছি যে দুনিয়ার সকল মানুষ থেকে উত্তম। (আশ শিফা, ১/১০৭ পৃষ্ঠা)
(২) হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ এর বর্ণনা; আমি হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সঙ্গে হাঁটছিলাম আর হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একটি নাযরানী চাদর আবৃত ছিলেন। যেটার কিনারাটা মোটা ও কর্কশ ছিলো। এক গ্রাম্য লোক হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাদর মোবারক ধরে জোরে টান দিলো, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঘাড় মোবারকে চাদরের কিনারার আঁচড় লাগলো। সে বলতে লাগল: আল্লাহ পাকের যে সম্পদ আপনার নিকট রয়েছে আপনি আদেশ দিন তার থেকে কিছু যেন আমি পেয়ে যায়। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার দিকে মনোনিবেশ করলেন। আর মুচকি হাঁসলেন তারপর তাকে কিছু সম্পদ দান করার আদেশ দিলেন। (সহীহ্ বুখারী শরীফ, ২/৩৫৯ পৃষ্ঠা, হাদীস: ৩১৪৯)
(৩) রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে লবীদ বিদ আছম জাদু করলো, তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার কোন প্রতিশোধ নেননি। এমনকি ঐ অমুসলিমকে ক্ষমাও করে দিলেন, যে হুযুর