Hilm e Mustafa

Book Name:Hilm e Mustafa

عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঐ বেদুঈনের কাছে পুনরায় গেলেন আর ইরশাদ করলেন: হে আব্দুল্লাহ্! আমি তোমার কাছ থেকে এক ওসক খেঁজুরের বিনিময়ে উট কিনে নিয়েছিলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর ও তা পেলাম না। এটা শোনামাত্রই ঐ বেদুঈন জোরে জোরে চিৎকার করতে লাগলো: হায় ধোঁকা! হায় ধোঁকা! সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان যখন এই ঘটনাটি দেখলেন, তখন ঐ বেদুঈনকে মারার জন্য দৌঁড়ে গেলেন। আর তাকে বললেন: তুমি আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ব্যাপারে এই ধরণের কথা বলছ? নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তাকে ছেড়ে দাও। কেননা, হকদারের কথা বলার অধিকার রয়েছে। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এইভাবে দুই তিনবার ইরশাদ করলেন। কিন্তু বুঝানোর পরেও সে যখন মানল না, তখন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক সাহাবীকে আদেশ দিলেন, খাওলা বিনতে হাকিমের কাছে গিয়ে তাকে বলো; যদি তার কাছে এক ওসক খেঁজুর থাকে তবে আমাকে যেন দেয়। পরে আমি তা ফিরিয়ে দিবো। ঐ সাহাবী খাওলা বিনতে হাকিম رَضِیَ اللهُ عَنْہَا এর নিকট গেলেন। আর তাকে বললেন: আল্লাহ পাকের রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যদি আপনার কাছে এক ওসক খেঁজুর থাকে। তবে তা যেন দেওয়া হয় اِنْ شَآءَ الله আপনাকে পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হবে। তখন তিনি বললেন: আমার কাছে খেঁজুর আছে। নেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এই বেদুঈন কে নিয়ে যাও। আর যে পরিমাণ খেঁজুর আছে তাকে দিয়ে দাও। ঐ বেদুঈন যখন খেঁজুর নিয়ে ফিরে আসলো, তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان মাঝে অবস্থান করছিলেন। তখন সে আরয করলো: جَزَاكَ اللهُ خَیْرَا! (আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক) আপনি