Book Name:Hilm e Mustafa
নম্র। অভিশাপকারী, গালি গালাজকারী, গীবত কারী, তাড়াহুড়াকারী, শত্রুতা পোষণকারী, কৃপন এবং হিংসুক হবে না। বরং অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল থাকবে। আল্লাহ পাকের জন্য ভালোবাসে এবং তার জন্যই ঘৃণা করবে এবং শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই সন্তুষ্ট ও অসন্তুষ্ট দুটোই হবে। (ইহয়াউল উলূম, ৩/৮৬) এই জন্য আমাদের খারাপ কাজ ও খারাপ চরিত্র থেকে বেঁচে থাকা উচিৎ। উত্তম চরিত্রের ফযীলতের ব্যাপারে অধিক জানার জন্য মাকতাবাতুল মদীনার কিতাব “হুসনে আখলাক” অধ্যয়ন খুবই উপকারী এই কিতাবটি পড়ার বরকতে উত্তম চরিত্রের বিভিন্ন সুবাসিত মাদানী ফুল অর্জন করার সৌভাগ্য হবে اِنْ شَآءَ الله দা’ওয়াতে ইসলামী ওয়েব সাইট www.dawateislami.net থেকে ও এই কিতাবটি পড়া যাবে। ডাউন লোড (Download) এবং প্রিন্ট আউটও (Print Out) করা যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উত্তম চরিত্রের সর্বোত্তম স্তরে সমাসীন আল্লাহ পাক নিজেই কুরআনে কারীমের মধ্যে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উত্তম চরিত্রের ব্যাপারে ইরশাদ করেন:
وَ اِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِیْمٍ(۴)
(পারা: ২৯, সূরা: ক্বলম, আয়াত: ৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিশ্চই আপনার চরিত্র তো মহা মর্যাদারই।
তাজদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “بُعِثْتُ لِاُتَمِّمَ مَكَارِمَ الْاَخْلَاق অর্থাৎ আমাকে উত্তম চরিত্রের পূর্ণতার জন্য প্রেরণ করা হয়েছে।” (নাওয়াদিরুল উসূল লিল হাকিম আত তিরমিযী, ২/১১০৭, হাদীস: ১৪২৫) তাহলে যাকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো; উত্তম চরিত্র শিখানো তবে তাঁর মহান চরিত্রের অবস্থা কেমন হবে।