Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

আকাংখাকে ধমিয়ে রাখুন, গুনাহের দিকে মন ধাবিত হয়ে থাকে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রেখে ধৈর্যধারণ করুন, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কুরবানী দিয়ে যেই দ্বীনের হেফাযত করেছে, দ্বীনের শিক্ষার উপর আমল করুন, যদি এই সামান্য কুরবানী দিয়ে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায়, হোসাইনের নানাজান রাসূলে করিম
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রহমতের সদকায় জান্নাত ঠিকানা হয়ে যায় তাহলে নিশ্চিত করে নিন! এটা অত্যন্ত সহজ ব্যবস্থাপনা

    আল্লাহ পাক ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সদকায় দায়িত্ববোধএর নেয়ামত দান করুক, হায়! আমাদের যদি দায়িত্ববোধ নসীব হয়ে যেতো اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

() ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ হলেন মযলুমে কারবালা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন কারবালার ঘটনাবলি আরেকটু গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করুন! কারবালার ময়দানে কে জালিম ছিল? ইয়াজিদ জালিম ছিলো মযলুম কে ছিল? ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ তাঁর সাথীগণ বুঝা গেলো, জালিম হওয়া ইয়াজিদি আদর্শ আর মযলুম হওয়া, এটা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর আদর্শ যে বলে: আমি হোসাইনী তার উচিত, মযলুম হতে হলো মজলুম হওয়া, জুলুমের পাহাড়ও যদি পতিত হয় তাহলে তাও সহ্য করা কিন্তু কখনো জালিম না হওয়া কেননা জালিম হওয়া ইয়াজিদি স্বভাব