Book Name:Imam Pak or Yazeed Paleed
رَضِیَ اللهُ عَنْہُ হাদীসে পাকের আলিম ছিলেন, আমরাও হাদীসে পাকের ইলম হাসিল করে থাকি, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ দ্বীন বুঝতেন, পরিপূর্ণ দ্বীনের অনুসরণকারী ছিলেন, আমাদেরও উচিত নিজেদের মধ্যে ঈমানী চেতনা সৃষ্টি করা, আল্লাহ পাক ও রাসূল যা হুকুম দেয়, সেটা অনুযায়ী নেকীর দাওয়াত দেয়া। ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ইয়াজিদ আসনে বসা থেকে কারবালার ময়দানে শহীদ হওয়া পর্যন্ত প্রতিটি কাজে হিকমতে আমলী অবলম্বন করেছেন, আমাদেরও উচিত হিকমতে আমলী সহকারে নেকীর দাওয়াত দেয়া আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তাওফিক দান করুক আমিন। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(২) কারবালার মধ্যে আসল লড়াই দ্বীনের বিরুদ্ধবাদীর বিরুদ্ধে ছিলো
প্রিয় ইসলামী ভাইয়েরা! কারবালার ঘটনাবলির ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো: কারবালার ময়দানে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? সকলে জানে: ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُও ইয়াজিদের বিরুদ্ধে ছিলো। এখন প্রশ্ন হলো ইয়াজিদের সাথে কি ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর কোন ব্যক্তিগত শত্রুতা ছিলো? সকলে জানে যে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ব্যক্তিগত কোন শত্রুতা ছিলো না? তাহলে কি مَعَاذَ الله! ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ মুকুট ও আসন চেয়েছিলেন? আল্লাহ পাকের শপথ! ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ক্ষমতার মুকুট ও আসন চাননি,