Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল  (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!  * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো  * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কুরআনে করিমে হাসনাইনে কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا আলোচনা

    হযরত আল্লামা পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলো সৈয়্যদজাদা, নিশ্চিত আল্লাহ পাকের অলিয়ে কামিল আশিকে রাসূল, পহেলা রমযানুল মোবারক ১২৭৫ গুলড়া শরীফ জিলা রাওয়ালপিন্ডি - জন্মগ্রহণ করেন, হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বংশধর, ২৭ই সফরুল মুযাফফর প্রায় ৮১ বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নেন

    হযরত পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, কুরআন ও হাদীসের এতই গভীর জ্ঞান রাখতেন যে اَللهُ اَكْبَرُ! একবার এক ইংরেজ পাদ্রী পীর মেহের আলী