Book Name:Imam Pak or Yazeed Paleed
পর্যন্ত থাকবে, ব্যস আমরা ভদ্র হয়ে যায় তবে সব ঠিক হয়ে যাবে।
শক্তি ও ক্ষমতার নেশা
একটি অনেক বাতেনী রোগ: ক্ষমতার নেশা। সত্যিকার হোসাইনী হওয়ার জন্য আমাদেরকে এই রোগ নিজের ভিতর থেকে দূর করতে হবে। কেননা জুলুম সাধারণত সেই করে থাকে যার মধ্যে শক্তি ও ক্ষমতার নেশা থাকে, পাপিষ্ঠ ইয়াজিদের ক্ষমতার নেশা ছিলো, ইয়াজিদ মুকুট ও সিংহাসন এবং শক্তি ও ক্ষমতার নেশায় মত্ত ছিলো, এজন্য সে আহলে বাইতদের উপর জুলুমের পাহাড় তুলে দিয়েছে, যদি সে বিনয় প্রদর্শনকারী হতো তাহলে এতো বড় সাহস করত না।
এটাও স্বরণ রাখুন! শক্তি ও ক্ষমতার নেশার মধ্যে শক্তি থাকাটা জরুরী, অনেক সময় শক্তি থাকে না, লোক নিজের চিন্তাধারায় নিজে নিজেকে শক্তিধর মনে করে। মাওলানা রুমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:
নফসে কাস রা ফিরাউন নিসত,
লাইক উ রা আউন কাস রা আউন নিসত।
অর্থাৎ কে আছে যার নফসে আম্মারা ফিরাউন নয়, ফিরাউনের মিসরের সিংহাসন মিলেছে, সকলের সিংহাসন মিলেনি।
এটা মূল বিষয়, যে নিজের ভিতর থেকে শক্তি ও ক্ষমতার নেশা দূর করে নিয়েছে, “আমি, আমি” করে না, নিজের নফসকে