Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

পর্যন্ত থাকবে, ব্যস আমরা ভদ্র হয়ে যায় তবে সব ঠিক হয়ে যাবে

 

শক্তি ক্ষমতার নেশা

    একটি অনেক বাতেনী রোগ: ক্ষমতার নেশা সত্যিকার হোসাইনী হওয়ার জন্য আমাদেরকে এই রোগ নিজের ভিতর থেকে দূর করতে হবে কেননা জুলুম সাধারণত সেই করে থাকে যার মধ্যে শক্তি ক্ষমতার নেশা থাকে, পাপিষ্ঠ ইয়াজিদের ক্ষমতার নেশা ছিলো, ইয়াজিদ মুকুট সিংহাসন এবং শক্তি ক্ষমতার নেশায় মত্ত ছিলো, এজন্য সে আহলে বাইতদের উপর জুলুমের পাহাড় তুলে দিয়েছে, যদি সে বিনয় প্রদর্শনকারী হতো তাহলে এতো বড় সাহস করত না

    এটাও স্বরণ রাখুন! শক্তি ক্ষমতার নেশার মধ্যে শক্তি থাকাটা জরুরী, অনেক সময় শক্তি থাকে না, লোক নিজের চিন্তাধারায় নিজে নিজেকে শক্তিধর মনে করে মাওলানা রুমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:

নফসে কাস রা ফিরাউন নিসত,

লাইক রা আউন কাস রা আউন নিসত

    অর্থাৎ কে আছে যার নফসে আম্মারা ফিরাউন নয়, ফিরাউনের মিসরের সিংহাসন মিলেছে, সকলের সিংহাসন মিলেনি

    এটা মূল বিষয়, যে নিজের ভিতর থেকে শক্তি ও ক্ষমতার নেশা দূর করে নিয়েছে, “আমি, আমিকরে না, নিজের নফসকে