Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

করল * রাস্তায় বেষ্টনী দিবে * ভুল পার্কিং করে কষ্টের কারণ হওয়া * দোষ-ত্রুটি আরোপিত করল * অপবাদ দিল * অনুমতি ছাড়া কারো কোন জিনিস ব্যবহার করল, এসবকিছু জুলুম জুলুম হোক ছোট বা বড়, জুলুম, জুলুমই হয়ে থাকে, যদি আমরা সত্যিকার হোসাইনী হতে চাই, যদি আমরা সত্যিই ইয়াজিদি কর্মকান্ডের প্রতি অসন্তুষ্ট থাকি আমাদের প্রতিটি জুলুম ছেড়ে দিয়ে ভদ্র মানুষ হতে হবে আর আল্লাহ না করুক! কারো উপর জুলুম করে থাকি তাহলে তাওবাও করতে হবে এবং ব্যক্তির কাছ থেকে ক্ষমাও চাইতে হবে

    এখানে এই বিষয়টিও মনে রাখবেন যে, সম্মানীত সে নয় যে শুধুমাত্র সম্মানীত ব্যক্তিদের সামনে সম্মান দেখিয়ে থাকে বরং যে সত্যিকারের সম্মানীত সে সম্মানীত ব্যক্তিদের সামনে তো সম্মানীত হয়ে থাকে, এর পাশাপাশি অভদ্র লোকদের সামনেও সম্মানীত হয়ে থাকে, যে এটা বলে: ভালো লোকদের সাথে ভালো আর মন্দ লোকের সাথে মন্দ, যে বাকা আঙ্গুলে ঘি নেয়, যে বলে: মিয়া! ভদ্রতার যুগ নেই, এদের চিন্তা করা উচিত যে, এরা কোন দলের, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে?

    اَلْحَمْدُ لِلّٰه! ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ তো তাঁর গোলামদের নিকট সম্মানীত ছিলো এবং ইয়াজিদের মোকাবেলায় দাঁড়িয়েও اَلْحَمْدُ لِلّٰه! সম্মানীতই ছিলেন সুতরাং এটা কিভাবে বলা যেতে পারে; ভদ্রতার যুগ নেই? ভদ্রতার যুগ ছিলো, ভদ্রতার যুগ আছে এবং কিয়ামত