Book Name:Imam Pak or Yazeed Paleed
পলকসমূহ জমিনের সাথে লাগিয়ে হাজির হলো এবং অবস্থা বুঝে, আদবের সীমার মধ্যে থেকে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে পেশ হওয়ার কথা বর্ণনা করে দিল, ব্যস কিয়ামতের কথা শুনতেই, হযরত সুলায়মান عَلَیْہِ السَّلَام কেঁপে উঠল এবং তিনি হুদহুদকে ক্ষমা করে দিলেন।
(তাফসীরে খাযিন, পারা: ১৯, সূরা নমল, আয়াতের তাফসীর ২১, ৩/৩৪২ পৃষ্ঠা)
আল্লাহ পাক আমাদেরকেও খোদাভীতি নসীব করুক, হায়! যদি আমরা বিনয়ী হয়ে যেতাম, হায়! যদি সত্যিকারের হোসাইনী হয়ে সব সময় ভদ্র হয়ে থাকতাম, মযলুম তো হবই কিন্তু কখনো যেন জালিম না হই। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
স্পোর্টস্ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগ
اَلْحَمْدُ لِلّٰه! আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর ৮০টির চেয়েও বেশি বিভিন্ন বিভাগে দ্বীনির খিদমত করে যাচ্ছে, দা’ওয়াতে ইসলামী যেখানে বিভিন্ন বিভাগের সাথে সম্পৃক্ত লোকদের মধ্যে নেকীর দাওয়াত দিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে স্পোর্টসের সাথে সম্পৃক্ত খেলোওয়াড়দের সংশোধন ও দ্বীনি প্রশিক্ষণের জন্যও “স্পোর্টস্ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগ” নামে একটি বিভাগ গঠন করেছে, যেটা গঠনের মূল উদ্দেশ্য হলো খেলোওয়াড়দের মধ্যে নেকীর দাওয়াত দেয়া এবং তাদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে এই মাদানী উদ্দেশ্য “আমাকে নিজের ও সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে”। এটা অনুযায়ী