Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি

    * সুলতানে কারবালা, সাইয়্যিদুশ শোহাদা, ইমাম আলী মক্বাম, ইমাম আরশে মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ নবীর দৌহিত্র * মাওলায়ে কায়িনাত, মাওলা আলী এবং প্রিয় নবীর কলিজার টুকরা, সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর শাহজাদা * ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ৫ই শাবান, হিজরি মদিনায় জন্মগ্রহণ করেন * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নাম: হোসাইন এবং শাব্বীর রেখেছেন * ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর উপনাম: আবু আব্দুল্লাহ * উপাধি: সিবতে রাসূল (রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতি) رَیْحَانَۃُ الرَّسُول (অর্থাৎ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুল) (সাওয়ানিহে কারবালা, ১০৩ পৃষ্ঠা) * নিয়ামতের বন্টনকারী জান্নাতের মালিক প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান মুজতবা এবং ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে বলেন: আমার এই দুইটি সন্তান জান্নাতী যুবকদের সর্দার (মুজাম কবির, /১৭৪, হাদীস: ২৫৪৯) * এক হাদীসে পাকে রয়েছে: مَنْ اَحَبَّہُمَا فَقَدْ اَحَبَّنِی যে এই দুইজনকে (ইমাম হাসান ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ) ভালবাসলো, সে (মূলত) আমাকে ভালবাসল اَبْغَضَہُمَا فَقَدْ اَبْغَضَنِی আর যে এই দুইজনের সাথে শত্রুতা করলো সে (মূলত) আমার সাথে শত্রুতা করল (মুজাম কবির, /১৮২, হাদীস: ২৫৮১) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলতেন: رَیْحَانَتَایَ مِنَ الدُّنْیا (অর্থাৎ হাসান হোসাইন দুনিয়াতে আমার দুইটি ফুল (তিরমিযি, ৮৫৬ পৃষ্ঠা, হাদীস: ৩৭৭৭) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর কাছ থেকে সুঘ্রাণ নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন (তিরমিযি, ৮৫৬, হাদীস: ৩৭৭৯)