Book Name:Imam Pak or Yazeed Paleed
ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
* সুলতানে কারবালা, সাইয়্যিদুশ শোহাদা, ইমাম আলী মক্বাম, ইমাম আরশে মকাম, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ নবীর দৌহিত্র * মাওলায়ে কায়িনাত, মাওলা আলী এবং প্রিয় নবীর কলিজার টুকরা, সায়্যিদা ফাতেমা رَضِیَ اللهُ عَنْہَا এর শাহজাদা * ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ৫ই শা’বান, ৪ হিজরি মদিনায় জন্মগ্রহণ করেন * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নাম: হোসাইন এবং শাব্বীর রেখেছেন * ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর উপনাম: আবু আব্দুল্লাহ * উপাধি: সিবতে রাসূল (রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাতি) ও رَیْحَانَۃُ الرَّسُول (অর্থাৎ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুল) (সাওয়ানিহে কারবালা, ১০৩ পৃষ্ঠা) * নিয়ামতের বন্টনকারী জান্নাতের মালিক প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান মুজতবা এবং ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে বলেন: আমার এই দুইটি সন্তান জান্নাতী যুবকদের সর্দার (মু’জাম কবির, ২/১৭৪, হাদীস: ২৫৪৯) * এক হাদীসে পাকে রয়েছে: مَنْ اَحَبَّہُمَا فَقَدْ اَحَبَّنِی যে এই দুইজনকে (ইমাম হাসান ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ) ভালবাসলো, সে (মূলত) আমাকে ভালবাসল اَبْغَضَہُمَا فَقَدْ اَبْغَضَنِی আর যে এই দুইজনের সাথে শত্রুতা করলো সে (মূলত) আমার সাথে শত্রুতা করল (মু’জাম কবির, ২/১৮২, হাদীস: ২৫৮১) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলতেন: رَیْحَانَتَایَ مِنَ الدُّنْیا (অর্থাৎ হাসান ও হোসাইন দুনিয়াতে আমার দুইটি ফুল (তিরমিযি, ৮৫৬ পৃষ্ঠা, হাদীস: ৩৭৭৭) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমাম হাসান ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর কাছ থেকে সুঘ্রাণ নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। (তিরমিযি, ৮৫৬, হাদীস: ৩৭৭৯)