Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

বর্ণনায় রয়েছে: হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করলেন: মাওলা! এরা আমার আহলে বাইত, এদেরকে পুতঃপবিত্র করে দাও (তিরমিযি, ৮৭১ পৃষ্ঠা, হাদীস: ৩৮৭৫)

    পারা: ২৫, সূরা শূরা, আয়াত: ২৩, ইরশাদ হয়েছে:

قُلْ لَّاۤ اَسْــٴَـلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰىؕ

پارہ:25، سورۂ شُوریٰ، آیت:23

কানযুল ঈমান থেকে অনুবাদ: তোমাদের কাছ থেকে কোন পারিশ্রমিক চাইনা কিন্তু নিকটাত্মীয়দের ভালবাসা

    সুলতানুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরজ করল: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার নিকট আত্মীয় যাদেরকে ভালবাসতে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, এরা কারা? বললেন: আলী, ফাতেমা তাঁদের দুই ছেলে অর্থাৎ হাসনাইনে কারিমাইনে
رَضِیَ اللهُ عَنْہُمَا(মুজাম কবির, /১৮১ পৃষ্ঠা, হাদীস: ২৫৭৫)

 

    পারা: , সূরা নিসা, আয়াত: ৫৪ আল্লাহ পাক ইরশাদ করেন:

اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ-

پارہ:5، سورۂ نساء، آیت:54

কানযুল ঈমান থেকে অনুবাদ: অথবা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটারই উপর, যা আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ থেকে দিয়েছেন