Book Name:Imam Pak or Yazeed Paleed
থাকা। যেসব লোক কুরআন করিম বুঝে, যারা কুরআনে করিমের রহস্য সম্পর্কে জানে, যারা কুরআনে করিম পড়ার ও অনুধাবনের জন্য জীবন অতিবাহিত করে দিয়েছে, তারা জানে যে, কুরআনে হাসনাইনে কারিমাইনের কি সুন্দর গুণাবলি ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে, দেখে নিন! এক আশিকে রাসূল, অভিজ্ঞ আলিমে দ্বীন, পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শুধুমাত্র بِسْمِ الله শরীফের মধ্যে হাসনাইনে কারিমাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর মোবারক জীবনের পুরো নকশা নিয়ে এসেছেন।
এটি হলো পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিজের সুন্দর আলিম সূলভ দৃষ্টিভঙ্গি, আর না হয় কুরআনে করিমে অনেক স্থানে হাসনাইনে কারিমাইনের স্পষ্ট আলোচনাও উল্লেখ রয়েছে, আসুন শ্রবণ করি!
পারা: ২২, সূরা আহযাব, আয়াত: ৩৩, ইরশাদ হয়েছে:
اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَیْتِ وَ یُطَهِّرَكُمْ تَطْهِیْرًاۚ(۳۳)
پارہ:22، سورۂ اَحْزاب، آیت:33
কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ, তোমার থেকে সবধরনের অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন।
তাবরানী শরীফ ও মুসলিম শরীফে হাদীসে পাক রয়েছে, নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আলী, হযরত ফাতেমা এবং হাসনাইনে কারিমাইনগণকে رَضِیَ اللهُ عَنْہُمَا চাদর মোবারকের মধ্যে নিয়ে এই আয়াত তিলাওয়াত করলেন। (মুসলিম, ৯৪০ পৃষ্ঠা, হাদীস: ২৪০৪) একটি