Book Name:Imam Pak or Yazeed Paleed
সাথে আরবী বচন পদ্ধতি তাজভিদ সহকারে পাঠ করে। মনে হচ্ছে হয়তো তার কুরআনে পাকের প্রতি ঐ আদবের ছিলো যে তাকে তাকদির পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে নিয়ে এসেছ। অতএব! পাদ্রী সাহেব পড়া শুরু করল: اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْم، بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْم۔ এতটুকু পড়েছিল, পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থামিয়ে দিলেন এবং বললেন: ইলমে আ’দাদের দিক দিয়ে بِسْمِ الله শরীফের ৭৮৬ সংখ্যা রয়েছে। এখন একটু লিখুন:
শব্দ “ইমাম হোসাইন” এর সংখ্যা: ২১০ “ইমামে হোসাইনের জন্মসাল” ৪র্থ হিজরি
তাঁর শাহাদাতের সাল: ৬১ হিজরি শব্দ “কারবালা” এর সংখ্যা: ২৬১
শব্দ “ইমাম হাসান” এর সংখ্যা: ২০০ ইমাম হাসানের শাহাদাতের সাল: ৫০ হিজরি
২১০+৪+৬১+২৬১+২০০+৫০ সর্বমোট কত হয়? ৭৮৬। পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এ পাদ্রী! কুরআনে পাকের একটাই আয়াত যেটা তুমি পড়েছ, সেটাতেই ইমাম হোসাইনের নামও রয়েছে, ইমাম হোসাইনের জন্ম সালও রয়েছে, ইমামের হোসাইনের শাহাদাতের সালও রয়েছে, ইমাম হোসাইন যেই স্থানে শহীদ হয়েছে, ঐ স্থানের নামও উল্লেখ রয়েছে এবং সাথে সাথে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ভাইজান ইমাম হাসান মুজতবা رَضِیَ اللهُ عَنْہُ এর নাম এবং শাহাদাতের সালও উল্লেখ রয়েছে এবং এই আয়াত থেকে এটা বুঝাগেলো, এই দুইভাই হলেন ইমাম