Book Name:Imam Pak or Yazeed Paleed
ব্যাখ্যার সাথে, সঠিক বর্ণনায় কারবালার ঘটনাবলি পড়তে চান তাহলে মাকতাবাতুল মদিনার ২টি কিতাব “সাওয়ানিহে কারবালা” ও “আয়িনায়ে কিয়ামত” পড়ে নিন। আজ আমরা اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم! কারবালার ঘটনাবলি থেকে অর্জনকৃত কিছু শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য অর্জন করবো, আমরা اَلْحَمْدُ لِلّٰه! হোসাইনী, اَلْحَمْدُ لِلّٰه! আমরা ইয়াজিদের কর্মকান্ডে অসন্তুষ্ট ছিলাম, অসন্তুষ্ট আছি এবং থাকব, সুতরাং আজকে আমরা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনী থেকে, কারবালার ঘটনাবলি থেকে অর্জিত মাদানী ফুল শুনে, সেগুলো নিজেদের অন্তরের ফুলদানীতে সাজানোর চেষ্টা করবো যাতে এর উপর আমল করে সত্যিকারের হোসাইনী হওয়ার প্রমাণ দিতে পারি।
(১) ঈমানী চেতনা হিকমতে আমলী সহকারে
প্রথম মাদানী ফুল যেটা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা যায় সেটা হলো: ঈমানী চেতনা হিকমতে আমলী সহকারে। সাধারণত যেই ভঙ্গিতে এবং যেই স্থানে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর মানসিকতার বর্ণনা দেয়া হয়, তা দ্বারা এমন মনে হয় যেন ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ, !مَعَاذَ الله (আল্লাহর পানাহ!) অনেক উৎসাহী ছিলো, সুতরাং যখন পাপিষ্ঠ ইয়াজিদ ক্ষমতার আসনে বসল, তিনি উত্তেজিত হয়ে, ৭২জন সৈনিক নিয়ে কারবালার ময়দানে গিয়ে পৌঁছলেন এবং ইয়াজিদিদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েগেছেন। অথচ বিষয়টি এরকম নয়, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ঈমানী চেতনা সম্পন্ন ছিলেন, হাদীসে