Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর জন্মের সাথেই তাঁর শাহাদাতের সংবাদও জানা হয়েগিয়েছিল, হযরত জিবরাঈল আমিন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে সংবাদ দিলেন যে ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার নাতিকে আপনার উম্মত শহীদ করে দিবে, হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام তাঁকে শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে পেশ করেছেন (সাওয়ানিহে কারবালা, ১০৬ পৃষ্ঠা)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! তাকদিরের লিখা পূরণ হলো, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ নিজের ৭২জন বিশ্বস্ত সৈনিক নিয়ে, ১০ই মুহররম, ৬১ হিজরিতে কারবালার ময়দানে পাপিষ্ট ইয়াজিদের বিরুদ্ধে সত্যের কণ্ঠ উঁচু করে, নানাজানের দ্বীনের পাহারা দিতে, জুলুম সহ্য করে, দুঃখ পেরেশানের পাহাড়ের সামনে অটল থেকে অত্যন্ত সম্মানের সহিত, বীরত্বের সহিত, শান মর্যাদার সাথে শহীদ হয়েছেন আর দুনিয়ার জন্য বাতিলের বিরুদ্ধে রুকে দাড়ানোর, সত্যের উপর অটল থাকার, দ্বীনদারীর, সম্মানের সাথে বেঁচে থাকার, সম্মানের সাথে মৃত্যুবরণ করার, বীরত্বের, বাহাদুরির, অটলতার এবং ধৈর্য সন্তুষ্টির শিক্ষা দিয়ে গেছেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কারবালার ঘটনা অনেক প্রসিদ্ধ, সাধারণত আমরা এই ঘটনাবলি পড়ে থাকি, যদি বিস্তারিত