Book Name:Imam Pak or Yazeed Paleed
জীবন অতিবাহিত করার মানসিকতা দেয়া। اَلْحَمْدُ لِلّٰه! অনেক খেলোওয়ার ও তাদের পরিবারদের নেকীর দাওয়াত দিতে এবং তাদেরকে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত করতে এবং এই মাদানী উদ্দেশ্য “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে” এটার মানসিকতা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত ও কিছু আদব বলার সৌভাগ্য অর্জন করছি। নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ تَمَسَّكَ بِسُنَّتِيْ عِنْدَ فَسَادِ اُمَّتِيْ فَلَهُ اَجْرُ مِائَةَ شَهِيْدٍ অর্থাৎ অর্থাৎ উম্মতের ফ্যাসাদের সময় যে ব্যক্তি আমার সুন্নাতের উপর দৃঢ়তার সাথে আমল করবে তাকে একশত শহীদের সাওয়াব দান করা হবে।
(যুহদ কবির, ১১৮ পৃষ্ঠা, হাদীস: ২০৭)
হার কাম শরীয়াত কে মোতাবেক মে করোঁ কাশ!
ইয়া রব তু মুবাল্লিগ মুঝে সুন্নাত কা বানা দেয়।
(ওয়াসায়িলে বখশিশ, ১১৫ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রোগীর সেবা করা সুন্নাতে মুস্তফা
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র দুইটি বাণী: (১) যে রোগীকে দেখতে যায় সে জান্নাতের বাগান সমূহে বসে থাকে, যখন সে দাড়ায় তো ৭০জন ফিরিশতা রাত-দিন পর্যন্ত তার জন্য দোয়া করে থাকে। (শুয়াবুল ঈমান, ৬/৫৩১ পৃষ্ঠা, হাদীস: ৯১৭১) (২) যে সাওয়াবের