Book Name:Imam Pak or Yazeed Paleed
হযরত ইমাম বাকের رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এই আয়াতে করিমার মধ্যে বর্ণনা করা হয়েছে ঐসব লোক যাদের আল্লাহ পাক নিজ অনুগ্রহ দান করেছেন আর যেগুলোর উপর কাফির ও মুনাফিক হিংসা করে, আল্লাহ পাকের শপথ! এই “আহলে বাইত” দ্বারা উদ্দেশ্য হলো আমরা আহলে বাইত। (আস সাওয়ায়িকুল মুহাররক্বা, ১৯০ পৃষ্ঠা)
আহলে বাইত কারা?
এছাড়াও কুরআনে করিমের অনেক আয়াত রয়েছে যেগুলোর মধ্যে আহলে বাইতের শান ও মর্যাদা বর্ণনা করা হয়েছে, নিশ্চয় হাসনাইনে কারিমাইনও এসব মর্যাদার অন্তর্ভূক্ত কেননা এরাও আহলে বাইত। আহলে শব্দের অর্থ: সদস্য আর বাইত অর্থ: পরিবার সুতরাং উভয়টার একসাথে অর্থ হলো পরিবারের সদস্য। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আহলে বাইত কারা? সর্বপ্রথম হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বিবিগণ, যাদেরকে কুরআনুল করিমে উম্মাহাতুল মু’মীনিন (মু’মিনদের মা) বলে আখ্যায়িত করেছে, তাঁদের পর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল সন্তান-সন্তুতি, তাঁর সকল শাহাজাদা, চার শাহজাদী এবং এসব শাহজাদীদের সন্তান-সন্তুতি, এসকল লোকদের আহলে বাইত বলা হয়, সুতরাং কুরআনে পাকে যত আয়াতে আহলে বাইত বলে সম্ভোধন করা হয়েছে, ঐসকল আয়াতের মধ্যে হাসনাইনে কারিমাইনের رَضِیَ اللهُ عَنْہُمَا কথাও উল্লেখ রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد