Book Name:Imam Pak or Yazeed Paleed
যত্নশীল হওয়ার নসীব হবে অপরটি হলো নেকীর দাওয়াত দেয়ার সাওয়াবও পাওয়া যাবে আর আমাদের কেউ যদি আমাদের সাথে যাওয়াতে যদি কেউ সত্যিকারের নামাযী হয়ে যায় তাহলে اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم নিজেদের তরীও পার হয়ে যাবে।
ইমামে হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর নানাজান, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে নেকীর দাওয়াত দেয় না ও মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমাদের দলভূক্ত নয়। (তিরমিযি, ৪৭১ পৃষ্ঠা, হাদীস: ১৯২১)
আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি! হে আশিকানে রাসূল! মনোযোগ দিয়ে শুনুন! যে নেকীর দাওয়াত দেয় না, যে মন্দ কার্যাদি থেকে নিষেধ করেনা যেহেতু সে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর নানাজান নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আদর্শের উপর নেই তাহলে সে হোসাইনী কিভাবে হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকারের হোসাইনী বানিয়ে দিক এবং নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে দেয়ার তাওফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৩) কারবালা ও দায়িত্ববোধের শিক্ষা
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন আমরা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর খুতবা শুনেছি, যা তিনি رَضِیَ اللهُ عَنْہُ ঐসময় বলেছেন: যখন ইয়াজিদ সৈন্যরা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর রাস্তা আটকে দিয়েছিল, ঐ খুতবার মধ্যে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ইয়াজিদিদের পুরো নকশা বর্ণনা দিয়েছেন, অতপর শেষে বলেছেন: اَنَا اَحَقُّ مِنْ غَیْرِیْ