Book Name:Imam Pak or Yazeed Paleed
অর্থাৎ ইয়াজিদকে জুলুম অত্যাচার থেকে বাধা দেয়ার জন্য অন্যের তুলনায় আমি অধিক হকদার। উদ্দেশ্য হলো; আমি হলাম নবীর নাতি, আমার স্থান ও মর্যাদা এটা যে আমি সর্বপ্রথম অগ্রসর হয়ে ইয়াজিদকে তার জুলুম ও অত্যাচার থেকে বাধা প্রদান করবো, আমার নানাজানের দ্বীনকে পাহারা দিবো এবং উম্মতকে অভিশপ্ত ইয়াজিদের অপবিত্রতা থেকে বাঁচাবো।
ইমামে হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর বাণী কারবালার সারাংশ বরং মগজ, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কারবালার ময়দানে এই কুরবানী কেন দিয়েছেন? ক্ষুধা ও পিপাসা কেন সহ্য করেছেন? এজন্য যে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ দায়িত্বপরায়ণ ছিলেন, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ নিজের অবস্থান সম্পর্কে জানতেন, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ নিজের দায়িত্ব সম্পর্কে অবগত ছিলেন, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর নিজ দায়িত্বের প্রতি সম্মানবোধ ছিলো, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর নিজের দায়িত্ব পালনের জন্য নিজ নানাজানের শহর মদিনায়ে মুনাওয়ারা ত্যাগ করতে হয়, এই দায়িত্ব পালনের জন্য ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ মক্কায়ে মুকাররমা ছেড়েছেন, এই উদ্দেশ্য পূরণের জন্য ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কূফার দিকে রওয়ানা হলেন, কারবালার ময়দানে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কে চারিদিকে বেষ্টন করা হলো, তিনি দায়িত্ব থেকে পিছপা হননি, পানি বন্ধ করে দিল, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ দায়িত্ব থেকে পিছপা হননি, হাজারো সৈন্য এনে দাঁড় করিয়ে দিল, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ দায়িত্ব পালনে পিছপা হননি, দুনিয়ার, সম্পদের লোভ দেখানো হলো, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ পিছপা হননি, ভয় দেখানো হলো, ইমাম হোসাইন দায়িত্ব পালনে পিছপা হননি, ইমাম হোসাইন رَضِیَ