Book Name:Imam Pak or Yazeed Paleed
পান করে এবং মনের সত্যায়নের জন্য বলে: এগুলো তো হারাম নয়। দ্বীনের ব্যাপারে ভুল ব্যাখ্যা করে, ফরয শিখা থেকে পালিয়ে থাকে, হেলা-দুলা করে, অতপর এতে এই দাবী যে আমরা হোসাইনী।
গভীর মনোযোগ দিন! এটা কি হোসাইনী আদর্শ? ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ তো তিনি, যিনি ফরয আদায়ের জন্য কারবালার ময়দানে অত্যাচার সহ্য করেছেন, পরিবার কুরবান দিয়েছেন, স্বয়ং নিজে শহীদ হয়েছেন আর এক দল হলাম আমরা ফরয আদায় করার জন্য ঘুম কুরবান দিতে পারি না, সময়ের কুরবানী দিতে পারি না, কিছু মিনিটের জন্য নিজের কাজ বন্ধ রাখতে পারি না, দোকান বন্ধ রাখতে পারি না। হোসাইনের নানাজান, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: کُلُّکُمْ رَاعٍ وَ کُلُّکُمْ مَسْئُوْل عَنْ رَعِیَّتِہٖ তোমাদের মধ্যে প্রত্যেকে এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছে তার পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে। (বুখারী, ৬২০ পৃষ্ঠা, হাদীস: ২৪০৯)
এই হাদীসে পাক মোতাবেক আমরা সকলেই দায়িত্বশীল ব্যক্তি, আমরা আমাদের নিজেদের কর্তা, নিজেদের সন্তানদের কর্তা, নিজেদের পরিবারের কর্তা, আমরা যিম্মাদার এবং আমাদের নিকট যিম্মাদারী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হায়! ঐটা কিয়ামতের ভয়ানক দিন! তামার জ্বলন্ত জমিন, আগুণ বর্ষণ করা সূর্য, পূর্ববর্তী ও পরবর্তী সকলেই উপস্থিত আর সামনে কাহহার! একটু চিন্তা তো করুন! আমাদের ভিত্তিহীন বাহানা কি ঐসময় কাজে আসবে? আজকে ফ্যাশনের নামে, স্বাধীনতার নাম নিয়ে, আধুনিকতার নাম দিয়ে ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করা হচ্ছে।