Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

আশায় নিজ  মুসলমান ভাইকে (অসুস্থ অবস্থায়) দেখতে যায়, তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব পর্যন্ত দূরে করে দেয়া হবে (আবু দাউদ, ৫০০ পৃষ্ঠা, হাদীস: ৩০৯৭)

 

    হে আশিকানে রাসূল! রোগীর সেবা করা সুন্নাতে মুস্তফা এবং সুন্নাতে আম্বিয়া * নবীদের নবী রাসূলে করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র স্বভাব ছিলো যে কোন যেকোন সাহাবি অসুস্থ হয়েছে শুনেন তো তিনি তার তিনি তাকে দেখতে তাশরিফ নিয়ে যেতেন * যদি কোন ব্যক্তি ৩দিন মসজিদে অনুপস্থিত থাকত তো তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার সম্পর্কে লোকদের কাছে জিজ্ঞাসা করতেন, যদি সে অসুস্থ হতো তখন তাকে দেখতে যেতেন (মুসনাদে আবি ইয়ালা, /১৪১ পৃষ্ঠা, হাদীস: ৩৪২৯)

 

ঘোষণা

    সেবা করার অবশিষ্ট সুন্নাত আদব তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং তা জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

() বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

 الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ