Book Name:Imam Pak or Yazeed Paleed
বিপক্ষে দাঁড়ায় না, নেকীর দাওয়াত দেয় না, গুনাহ থেকে বাধা প্রদান করে না, এরা কি হোসাইনী দাবী করার হকদার?
اَللهُ اَكْبَرُ!اَللهُ اَكْبَرُ! ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর ঈমানী চেতনা তো দেখুন! ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কারবালার ময়দানেও নেকীর দাওয়াত দিতে রইলেন, ইয়াজিদি, ক্ষমতার নেশায় মত্ত ছিলো, ইয়াজিদি জুলুম ও অত্যাচারের অন্ধকারে চলে গিয়েছিল, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ ঐসময়েও তাদেরকে মন্দ কাজ থেকে বাধা প্রদান করছিলেন, এই পর্যন্ত যে ১০ মুহররমের ভোর বেলা কারবালার ময়দানে লড়াই শুরু হলো, এরপূর্বেও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ খুতবা দিচ্ছিলেন: ইয়াজিদিদের নেকীর দাওয়াত দিয়েছেন, জুলুম ও অত্যাচার করা থেকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন।
اَللهُ اَكْبَرُ! যখন ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ কারবালার ময়দানে, ইয়াজিদি জালিমদেরও নেকীর দাওয়াত দিচ্ছেন তখন আমাদেরও কি হক নয় যে, আমরাও নেকীর দাওয়াতকে ব্যাপকভাবে ছড়িয়ে দিই? ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর গোলাম দাবীদারদের হক নয় কি যে, তারাও গুনাহের বন্যার সামনে বাঁধ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, নির্লজ্জতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, দ্বীনকে, দ্বীনি শিক্ষাকে, কুরআন ও হাদীসের আহকামকে পদদলিত করা হচ্ছে তো হোসাইনী দাবীদারদের উচিত নয় কি যে, তারা সময়ের কুরবান দিক, সম্পদের কুরবানী দিক এবং নেকীর দাওয়াতের জন্য, নেকীর দাওয়াতের জন্য ময়দানে নেমে যাক? হে আশিকানে ইমাম হোসাইন! আমাদের হক হচ্ছে, অবশ্যই হচ্ছে, আমরা হোসাইনী, আমরা ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর গোলাম,