Imam Pak or Yazeed Paleed

Book Name:Imam Pak or Yazeed Paleed

আশিকানে ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ! একটু চিন্তা করুন! আমরা কোন দিকে, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর আসল লড়াই দ্বীনের বিরুদ্ধবাদীদের বিপক্ষে ছিলো, আমরা কি আজ হোসাইনী দাবীদার, ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর গোলাম দাবীদার, দ্বীনের বিরুদ্ধবাদীদের অংশিদার নয় কি? ইয়াজিদ কি করত? ইয়াজিদ পাপিষ্ঠ ছিলো, আমাদের সমাজে কি পাপ ও মন্দ কার্যাদি হচ্ছে না? ইয়াজিদ মানুষকে স্বাধীন (দ্বীনের সাথে সম্পর্কহীন) করতে চেয়েছিল, আমাদের সমাজে কি এই স্বাধীনতা বিরাজ করছে না? ইয়াজিদ নির্লজ্জ ছিলো, আমাদের সমাজে কি নির্লজ্জতা ছড়িয়ে পড়েনি? ইয়াজিদ নামাযের প্রতি উদাসীন ছিলো, বর্তমান সমাজে কি অসংখ্য লোককে নামাযের প্রতি উদাসীনতা দৃষ্টিগোচর হচ্ছে না? মসজিদ নামাযী শূণ্য হচ্ছে, গুনাহের আড্ডা আবাদ হচ্ছে না, বেইমানী, দুই নাম্বারী, খুন-খারাবী, গুনাহ, জুলুম, বাড়াবাড়ি, ঝগড়া-বিবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে না, এসবকিছুর সম্পাদনকারীরা কি হোসাইনী দাবী করার হকদার হতে পারে? কখনো হতে পারে না। যারা দ্বীনকে বিবেকে নিয়ে আসে, যারা কুরআন হাদীসের শিক্ষাকে مَعَاذَ الله! আঙ্গুল উঠায়, যারা সোশ্যাল মিডিয়াতে, টিভি চ্যানেলে বসে ধর্মের বিপক্ষে কথা-বার্তা বলে, তারা কি হোসাইনী দাবী করার হকদার? কখনো না। অতঃপর ঐসব নিজেদের ব্যাপারে গভীর মনোযোগ দিয়ে দেখুন যে, যারা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে, যারা দ্বীনদার তো বটে, যারা নামায তো পড়ে কিন্তু ইয়াজিদিদের এই সয়লাভের পরিপন্থি, গুনাহের অন্ধকারের পরিপন্থি, দ্বীনের বিরুদ্ধবাদীদের