Book Name:Imam Pak or Yazeed Paleed
(رَضِیَ اللهُ عَنْہُمَا)। এখনো তো কুরআনে করিমের একটি আয়াত, সামনে অগ্রসর হন তো হয়তো তাঁর জীবনের অনেক ঘটনাবলিও পাওয়া যাবে। (মেহের মুনির, ৪২৫-৪২৬ পৃষ্ঠা)
ইংরেজী পাদ্রী যখন এই ঈমান সতেজকারী উত্তর শুনলো তখন তার অন্তরে হিদায়তের নুর আলোকিত হয়ে উঠল এবং সে কালিমা পড়ে মুসলমান হয়েগেলো। (তাহরিক পাকিস্তান মে ওলামায়ে কেরাম কা কিরদার, ৬৩ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঈমান সতেজকারী ঘটনাকে সামনে রেখে আশিকানে রাসূল ওলামাদের ইলমী শান ও মর্যাদা তুলে ধরেছে, কেমন সুন্দর বাচন ভঙ্গিতে, উপস্থিত বুদ্ধি (অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া, তৎক্ষণাৎ) উত্তর দিলেন। অতপর এর সাথে সাথে কুরআনে পাকের বৈশিষ্ট্যও দেখুন শুধুমাত্র একটি بِسْمِ الله শরীফের মধ্যে কতগুলো বিষয়ে বর্ণনা হয়ে গেলো, আর এরকম নয় যে بِسْمِ الله শরীফের মধ্যে ব্যস এতগুলো বিষয়ের বর্ণনা, ইসলামী চতুর্থ খলিফা, ইলমের শহরের দরজা মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যদি আমি চাই যে بِسْمِ الله শরীফের তাফসীর দিয়ে ৭০টি উট ভর্তি করে দিবো (অর্থাৎ এতগুলো কাগজ লিখা হবে যে সেই কাগজগুলো ৭০টি উটের রাখা যাবে)। (আল ইতক্বান ফি উলুমিল কুরআন, ৫৮৬ পৃষ্ঠা) এটা এখনো কুরআনে পাকের একটি আয়াত, অনুমান করুন! পুরো কুরআন শরীফের জ্ঞানের কতো সমুদ্র থাকবে?
অতপর এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ যেসব মাদানী ফুল অর্জিত হলো: ইমাম হাসান মুজতবা ও ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর শান ও মর্যাদা, কুরআনে করিমে তাঁদের উত্তম আলোচনা