Book Name:Imam Pak or Yazeed Paleed
হয়তো আমরা বলে দিই; আমরা তো কারো উপর জুলুম করি না কিন্তু যদি শান্ত মনে চিন্তা করি তাহলে হয়তো জালিমের একটি বড় দল বের হয়ে আসবে। জি হ্যাঁ! এটা সত্য, আমরা জুলুমের আসল সারাংশ বুঝি না, জুলুম শুধুমাত্র হত্যা করার নাম নয়, জুলুম শুধুমাত্র চুরী, ডাকাতি করার নাম নয়, জুলুমের সারাংশ অনেক বড়। আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণীর সারাংশ হলো: প্রত্যেক ঐ ক্ষতি বা কষ্ট, যেটা শরয়ী অনুমতি ব্যতীত কারো দ্বীন, সম্মান, প্রাণ, শরীর, সম্পদ বা শুধুমাত্র অন্তরে পৌঁছানো, এই কষ্ট হোক মুখে , হোক কাজে, হোক বর্জন করার কারণে অর্থাৎ (কোন কাজ করার ছিলো, করল না যার কারণে অন্যের নিকট কষ্ট সাধিত হয়েছে), এটাকে জুলুম বলা হয়। জুলুমের মোট ১৮টি প্রকার রয়েছে আর প্রত্যেকটি প্রকারের পিছনে হাজারো প্রকারভেদ পাওয়া যায়।
(ফতোওয়ায়ে রযবীয়া, ২৪/৪৫৯-৪৬০ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন দেখুন! কোন বিষয় জুলুমের অন্তর্ভূক্ত রয়েছে, যেমন * হাতের আস্তিন উঠিয়ে কারো দিকে ঝাপিয়ে পড়া, তার মনে কষ্ট পেল, এটা জুলুম * কাউকে চোখ রাঙিয়ে দেখল, আর সে মনে কষ্ট পেল এটা জুলুম * কারো কর্জ আটকে রাখল * গালি দিল * অভিশাপ দিল * মজা করল * কটাক্ষ করল * নাম বিকৃত করল * চুরী করল * সম্পদ আত্মসাৎ করল * লুণ্ঠন করল * সুদ নিল * জুয়ার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করল * ওজনে কম দিল * মাতা-পিতাকে কষ্ট দিল * প্রতিবেশিদের কষ্ট দিল * রাতে শোরগুল করে অন্যের ঘুম নষ্ট