Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat
হাদীস শরীফে ইরশাদ হয়েছে: এমন এক সময় আসবে, মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফির হয়ে যাবে এবং সন্ধ্যায় মুমিন থাকবে তো সকালে কাফির হয়ে যাবে। (মুসলিম, কিতাবুল ঈমান, পৃষ্ঠা: ৬২, হাদীস: ১৮৬)
আহ! আফসোস! জায়গায় জায়গায় ফিতনা উঠছে, প্রতিদিন একটি নতুন ফিতনা মাথাচাড়া দিচ্ছে এবং সবচেয়ে ভয়ের কথা হলো, এই ফিতনাগুলো প্রত্যেকের নাগালের মধ্যে। আগের যুগে ফিতনা কম ছিল এবং পরিস্থিতি এমন ছিল যে, এক দেশ বা এক শহরে ফিতনা উঠলে অন্য এলাকায় তার খবর পৌঁছাতে পৌঁছাতে অনেক মাস ও বছর লেগে যেত কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতি করেছে, এখন পরিস্থিতি এমন যে, দুনিয়ার এক কোণে কোনো ফিতনা উঠলে, কয়েক সেকেন্ড লাগে অন্য কোণে তার প্রভাব পৌঁছে যেতে।
এটা খুবই আশ্চর্যের বিষয়, আগের যুগে ফিতনা কম ছিল কিন্তু ঈমান বাঁচানোর চিন্তা বেশি ছিল কিন্তু আফসোস! আজ ফিতনা বেশি, ঈমান হারানোর সুযোগ বেড়ে গেছে কিন্তু ঈমান বাঁচানোর চিন্তা খুবই কম হয়ে গেছে।
হে আশিকানে রাসূল! আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, এর হিফাযত করা আমাদের দায়িত্ব এবং এই হিফাযত কিভাবে হয়? ঈমানকে মযবুত করে...! অর্থাৎ ঈমানকে এত পাকা করে নিন, এত পাকা করে নিন যে, কেউ যতই জোর লাগাক না কেন, আমাদের ঈমান কখনো টলমল না হয়। এটা করলে ইনশাআল্লাহুল কারীম! ঈমানের হিফাযত করতে অনেকটা (সফল) হয়ে যাব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এবং লজ্জা
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর প্রিয় গুণাবলীর মধ্যে একটি গুণ হায়া (লজ্জা) ও ছিল। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام অত্যন্ত লজ্জাশীল ছিলেন। এত লজ্জা করতেন যে, যমীন তাঁর পর্দার স্থানগুলো দেখুক, এটাও তাঁর পছন্দ ছিল না, তাই তিনি আল্লাহ পাকের