Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

দৃঢ় ছিল, সে ব্যাপারে তো কোনো কথাই হতে পারে না, তাঁর মত কামেল ঈমান আর কার নসীব হবে...? এটা কেবল একটি বিস্ময় ছিল যে, এই লাশটি অনেক টুকরোয় বিভক্ত হয়ে গেছে, এর কিছু গোশত মাছের পেটে চলে গেছে, কিছু পাখির পেটে চলে গেছে, কিছু পানিতে ভিজে পচে গেছে, একটি লাশ এতগুলো টুকরোয় বিভক্ত হয়ে গেল, আবার কিয়ামত আসতে এখনও শত শত বছর বাকি, আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক কিয়ামতের দিন এই মৃতকে কিভাবে জীবিত করবেন? এত জায়গায় ছড়িয়ে থাকা এই টুকরোগুলোকে কিভাবে একত্র করবেন? সুতরাং তিনি আল্লাহ্ পাকের দরবারে আরয করলেন:

رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِ الْمَوْتَى

(পারা: , আল-বাকারা: ২৬০)     কানযুল ঈমানের অনুবাদ: হে আমার প্রতিপালক! আমাকে দেখিয়ে দাও যে তুমি কিভাবে মৃতদের জীবিত করবে?

    অর্থাৎ হে আমার মালিক! হে আমাকে পালনকর্তা! আমি এটা তো জানি, মানি, ইয়াকীন (বিশ্বাস) রাখি যে, তুমি মৃতদের জীবিত করবে কিন্তু এই মৃতদের জীবিত করাটা কিভাবে হবে? এটা আমাকে চোখে দেখিয়ে দাও (তাফসীরে নাঈমী, পারা: , আল-বাকারা, আয়াত: ২৬০ এর অধীনে, খন্ড , পৃষ্ঠা: ৭৭, সংক্ষেপিত) এতে কেউ আপত্তি করতে পারত যে, সম্ভবত হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর কোনো সন্দেহ ছিল, তাই আল্লাহ পাক তাঁরই জবানে এর জবাব দেওয়ালেন, ইরশাদ হলো:

أَوَلَمْ تُؤْمِن

(পারা: , আল-বাকারা: ২৬০)     কানযুল ঈমানের অনুবাদ: তোমার কি নিশ্চিত বিশ্বাস নেই?

 

    হযরত ইবরাহীম (عَلَیْہِ السَّلَام আরয করলেন:

بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي

(পারা: , আল-বাকারা: ২৬০)     কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চিত বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি চায় যে আমার অন্তরে প্রশান্তি এসে যাক