Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

প্রতি লক্ষ্য রাখবে সদরুশ শরীয়া হযরত মুফতী মুহাম্মদ আমজাদ আলী 'যমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মেহমানের জন্য চারটি বিষয় জরুরী: () যেখানে বসতে দেওয়া হয় সেখানেই বসবে () যা কিছু তার সামনে পেশ করা হয় তাতে খুশি থাকবে, (এমন যেন না হয় যে বলতে শুরু করে: এর চেয়ে ভালো তো আমি নিজের ঘরেই খেতাম বা এই ধরনের অন্য কোনো কথা) () মেযবানের অনুমতি ছাড়া সেখান থেকে উঠবে না এবং () যখন সেখান থেকে যাবে তখন তার জন্য দু' করবে (আলমগীরী, /৩৪৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(ঘোষণা)

    মেহমানদারীর বাকি সুন্নাত আদব তারবিয়াতী হালকাগুলোতে বয়ান করা হবে, তাই সেগুলো জানার জন্য তারবিয়াতী হালকাগুলোতে অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)