Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

মাকামে ইবরাহীম তোমাদের এবং কাবার ঠিক মাঝখানে চলে আসে (সাভী আলা জালালাইন, পারা: , আল-বাকারা, আয়াত: ১২৫ এর অধীনে, অংশ: , খন্ড: , পৃষ্ঠা: ১০৯) তাওয়াফের যে নফল নামাযগুলো হয়, সেগুলো এই জায়গায় দাঁড়িয়ে পড়া মুস্তাহাব

 

    হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: خَيْرُ الْمَسْجِدِ خَلْفَ الْمَقَامِ وَعَنْ يَمِينِ الْإِمَامِ অর্থাৎ পুরো যমীনে সিজদা করার জন্য ২টি স্থান সর্বোত্তম: (): মাকামে ইবরাহীমের পিছনে (): (যখন আমরা জামায়াতে নামায পড়ি তখন) ইমাম সাহেবের ডান দিকে

(আখবারু মক্কা লিল ফাকিহী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৬, হাদীস: ১০২৭)

 

কেমন দয়া হল তোমার স্মরণে....!

    سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! মাকামে ইবরাহীম যা একটি পাথর, এই বরকতময় পাথরের সাথে হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর একটিসম্পর্ক রয়েছে, তাই নামাযের অবস্থায় এই পাথরের তা'যীম করার অর্থাৎ একে মুসাল্লা বানানোর হুকুম দেওয়া হয়েছে ভাবার বিষয় হলো, যখন নামাযের অবস্থায় একটি পাথরের তা'যীম করলে নামাযে কোনো ক্ষতি হয় না, নামায ভঙ্গ হয় না, এতে কোনো কমতি আসে না বরং নামায পূর্ণাঙ্গ থাকে, তাহলে স্বয়ং আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام বরং নবীদের ইমাম, রাসূলে কারিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেয়াল আসলে নামাযে বিঘ্ন কেন ঘটবে...? সত্য এটাই যে, নামাযের অবস্থায় নবীর তা'যীমের খেয়াল আসলে নামায ভঙ্গ হয় না বরং কামিল আকমল (পূর্ণাঙ্গ নিখুঁত) হয়ে যায়

    যাইহোক! তাবাররুকাতের অনেক বরকত রয়েছে, আল্লাহ পাকের নবীগণ, ওলীগণ এবং নেককার লোকদের সাথে সম্পর্কিত জিনিসপত্র পাওয়া গেলে সেগুলোর খুব তা'যীম করা উচিত আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد