Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

(সম্মান) দ্বারা অন্তরে তাকওয়া সৃষ্টি হয় এবং এই তাবাররুকাতের বরকতে ঈমান তাজা হয়

 

 

 

 

 

মাকামে ইবরাহীমকে মুসাল্লা (নামাযের জায়গা)
বানানোর হুকুম

    বিশেষ করে হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর সাথে সম্পর্কিত জিনিস, তাঁর তাবাররুকাত ....! এগুলোর তা'যীম করার তো কুরআনুল কারীমে সরাসরি হুকুম দেওয়া হয়েছে ইরশাদ হচ্ছে:

وَاتَّخِذُوا مِنْ مَّقَامِ ابْرَاهِمَ مُصَلًّى ط

(পারা: , আল-বাকারা: ১২৫)            কানযুল ঈমানের অনুবাদ: এবং (বলেছিলাম) ইবরাহীমের দাঁড়বার স্থানকে নামাযের স্থানরুপে গ্রহন কর

 

মাকামে ইবরাহীম কী?

    এটি একটি পাথর, হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, যখন কাবার দেওয়ালগুলো উঁচু হলো তখন তিনি এই পাথরের উপর দাঁড়ালেন, এটা হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর মু'জিযা ছিল যে, যেমনিভাবে দেওয়াল উঁচু হতে থাকত, এই পাথর নিজে নিজেই উপরে উঠে যেত, আবার যখন হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام নিচে নামতে চাইতেন তখন নিচে নেমে যেত (তাফসীরে নাঈমী, পারা: , আল-বাকারা, আয়াত: ১২৫ এর অধীনে, খন্ড: , পৃষ্ঠা: ৬৩১, মাকতাবা ইসলামিয়া লাহোর কর্তৃক মুদ্রিত) এই পাথরটিও অতুলনীয় যে, এটি হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর কদমের (পায়ের) চিহ্ন নিজের উপর সংরক্ষণ করে রেখেছে, শত শত বছর পেরিয়ে গেছে, এখনও তাঁর কদমের চিহ্ন এর উপর বিদ্যমান রয়েছে

 

সিজদা করার ২টি সর্বোত্তম স্থান

    আল্লাহ পাক এই বরকতময় পাথরকে মুসাল্লা (নামাযের জায়গা) বানানোর হুকুম দিয়েছেন এর মানে কী? অর্থাৎ কাবার সামনে এমন জায়গায় দাঁড়িয়ে নামায পড়ো যেন