Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

    অর্থাৎ হে মালিকে কারীম! তুমি মৃতদের জীবিত করবে, ব্যাপারে আমার পূর্ণ ইয়াকীন (বিশ্বাস) আছে, পাকা ঈমান আছে কিন্তু এখন পর্যন্ত আমার ইলমুল ইয়াকীন (সুদৃঢ় জ্ঞান) হাসিল হয়েছে (অর্থাৎ আমি ওহীর মাধ্যমে জেনে মেনে নিয়েছি এবং পূর্ণ বিশ্বাস করে নিয়েছি) কিন্তু এবার আইনুল ইয়াকীন (চাক্ষুষ দেখে আরও দৃঢ় বিশ্বাস) হাসিল করতে চাই

(তাফসীরে নাঈমী, পারা: , আল-বাকারা, আয়াত: ২৬০ এর অধীনে, খন্ড , পৃষ্ঠা: ৭৮, সংক্ষেপিত)

    আল্লাহ কারীম তাঁর এই আবেদন কবুল করলেন এবং হুকুম হলো: হে ইবরাহীম عَلَیْہِ السَّلَام! ৪টি পাখি নাও! সেগুলোকে নিজের সাথে খুব ভালোভাবে পোষ মানিয়ে নাও! তারপর সেগুলোকে যবেহ কর! সেগুলোর কিমা করে নাও! তারপর সেগুলোর গোশত (পরস্পর) এর মাঝে মিশিয়ে দাও! তারপর সেগুলোর মাথা নিজের কাছে রেখে দাও! এবং গোশতের ভাগ করে ৪টি ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে দাও

ثُمَّ ادْعُهُن

(পারা: , আল-বাকারা: ২৬০)    কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর সেগুলোকে আহবান করো

 

    হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এমনই করলেন, ৪টি পাখি নিলেন, সেগুলোকে নিজের সাথে পোষ মানালেন, তারপর সে চারটিকে যবেহ করে সেগুলোর গোশত ৪টি ভিন্ন ভিন্ন পাহাড়ে রাখলেন, তারপর যেইমাত্র তাদেরকে ডাকলেন, তখনই সে চারটির গোশত নিজ নিজ স্থান থেকে উড়ে তাঁর কাছে এসে গেল এবং নিজ নিজ মাথার সাথে মিলে গেল, এভাবে চারটি পাখিই পুনরায় জীবিত হয়ে গেল আল্লাহ পাক ইরশাদ করলেন:

وَاعْلَمُ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيم

(পারা: , আল-বাকারা: ২৬০)    কানযুল ঈমানের অনুবাদ: এবং জেনে রাখো যে, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়