Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat
আল্লাহ পাক আমাদের সকলকে তাঁর সন্তুষ্টির কাজে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
নেক আমল নম্বর ২৯ এর উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী ভাইয়েরা! নফসের কুপ্রবৃত্তির এর অনুসরণ থেকে বাঁচতে এবং সুন্নাতে রাসূলের অনুসরণ করার মানসিকতা অর্জনের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে যুক্ত হোন, জেলী হালকা (প্রাথমিক শাখা)-এর ১২টি দ্বীনি কাজে অংশ নিন। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাতের দেওয়া "৭২ নেক আমাল" এর উপর আমল করুন। ৭২ নেক আমলের মধ্যে একটি নেক আমল নম্বর ২৯ হলো: আজ কি আপনি সুন্নাত অনুযায়ী খাবার খেয়েছেন এবং খাবার আগে ও পরের দোয়া পড়েছেন? এই নেক আমলের উপর আমল করার বরকতে না শুধু আমরা সুন্নাত অনুযায়ী খাবার খাওয়ার অভ্যস্ত হব, বরং ক্ষুধা থেকে কম খেয়ে নফসের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতেও সফল হয়ে যাব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান সমাপ্তির দিকে নিয়ে এসে, সুন্নাতের ফযীলত এবং কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুওয়াত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো এবং যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। (মিশকাত, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৫, হাদীস: ১৭৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! মেহমানদারীর সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ৩টি ফরমানে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লক্ষ্য করুন: (১) যে ব্যক্তি (ক্ষমতা থাকা সত্ত্বেও) মেহমানদারী করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। (মুসনাদে আহমদ, ২৬/১৪২, হাদীস: ১৭৪২৪) (২) মানুষের কম বুদ্ধির পরিচায়ক হলো সে তার মেহমানের খেদমত নেয় (অর্থাৎ নিজে মেহমানের থেকে সেবা নেয়)। (আল জামেউস সগীর, পৃ. ২৮৮, হাদীস: ৪৬৮২) (৩) সুন্নাত হলো মানুষ মেহমানকে দরজা পর্যন্ত বিদায় জানাতে যাবে। (ইবনে মাজাহ, ৪/৫২, হাদীস: ৩৩৫৮) * মেহমানের উচিত যে, সে তার নিমন্ত্রনকারির ব্যস্থতা এবং দায়িত্বের