Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

ইবাদত তাকওয়ার নসীহত

    কুরআনুল কারীমে আছে: হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام তাঁর সম্প্রদায়কে বললেন:

اَعۡبُدُوا اللّٰہَ وَ اتَّقُوۡہُ ؕ

(পারা: ২০, আল-আনকাবূত: ১৬)              কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহর ইবাদত কর এবং তাঁকে ভয় কর

 

    এই ২টি কথার নসীহত হলো: (): আল্লাহ পাকের ইবাদত কর! (): তাকওয় তাকওয়া অবলম্বন কর

    হায়! আমরা যদি এই দুটি কথার উপর আমল করার সৌভাগ্য লাভ করি! আমরা আল্লাহ পাকের ইবাদতও করি, খুব নামাযও পড়ি, সম্ভব হলে নফল রোযাও রাখি, তিলাওয়াতও করি, দরূদ পাকও পড়ি, আল্লাহর যিকরও বেশি করে করি এবং আল্লাহ পাক নসীব করুন, তাকওয়াও অবলম্বন করি

যিলহজ্জের প্রথম দশকে ইবাদতের ফযীলত

    اَلْحَمْدُ لِلّٰه যুল হিজ্জাতিল হারাম মাস এসে গেছে, এই মাস ইবাদতের মাস এর প্রথম ১০টি রাত অত্যন্ত ফযীলতপূর্ণ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: আল্লাহ পাকের শেষ নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ অর্থাৎ এমন কোনো দিন নেই যেগুলোতে নেক আমল করা আল্লাহ পাকের কাছে এই ১০ দিনের চেয়ে বেশি প্রিয় হয় (আবু দাউদ, কিতাবুস সওম,, পৃষ্ঠা: ৩৯০, হাদীস: ২৪৩৮)

    অর্থাৎ সাধারণ দিনগুলোতে নেকী করা হলে সেটাও আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়, সাধারণ দিনগুলোতে নেকী করাও অনেক ফযীলতের বিষয় কিন্তু সাধারণ দিনগুলোর তুলনায় আশরায়ে যিলহজ্জ (অর্থাৎ যিলহজ্জের প্রথম ১০ দিনে) নেকী করা আল্লাহ পাকের কাছে অনেক বেশি (প্রিয়)

    একটি বর্ণনায় আছে: وَالْعَمَلُ فِيهِنَّ يُضَاعَفُ سَبْعَ مِئَةِ ضِعْفٍ অর্থাৎ এই ১০ দিনগুলোতে নেকীর সওয়াব ৭০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়

(শুআবুল ঈমান, বাব ফিস সিয়াম, খন্ড , পৃষ্ঠা: ৩৫৬, হাদীস: ৩৭৫৭)