Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর পরিচিতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام অনেক উঁচু মর্যাদা সম্পন্ন নবী, আল্লাহ পাক তাঁকে নিজের খলীল ( বন্ধু) বানিয়েছেন, একারণে তাঁকে খলীলুল্লাহ বলা হয়, হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর পরে যত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তাশরীফ এনেছেন, সকলেই তাঁর আওলাদ (বংশধর) থেকে হয়েছেন, একারণে তাঁকে আবুল আম্বিয়া (অর্থাৎ নবীদের পিতা) বলা হয় হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام প্রথম মানুষ যিনি নিয়মিতভাবে মেহমানের মেহমানদারি করেছেন (মিরআতুল মানাজীহ, খন্ড: , পৃষ্ঠা: ১৯৩) একারণে তাঁর উপাধি হলো: اَبُو الضَّیْفَان অর্থাৎ অতিথি পরায়ণ (হিলইয়াতুল আওলিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৫, ক্রম: ৪৩৬১) হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর চেহারা মোবারক এবং বাহ্যিক গঠন আকৃতি মুহাম্মাদ মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অনেক মিল ছিল, এমনকি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام কে দেখতে হলে তোমরা তোমাদের সাথী (অর্থাৎ মুহাম্মাদ মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখে নাও...!

(বুখারী,পৃষ্ঠা: ৮৫৬, হাদীস: ৩৩৫৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনুল কারীমের অনেক জায়গায় হযরত ইবরাহীম (عَلَیْہِ السَّلَام এর যিকরে খায়ের (উত্তম আলোচনা) করা হয়েছে, তাঁর গুণাবলী কামালিয়াত (পূর্ণতা), তাঁর মু'জিযাসমূহ, তাঁর আনুগত্য অনুসরন এবং আল্লাহর প্রতি ভালোবাসা ইত্যাদি অনেক সুন্দর চমৎকার ঘটনাও কুরআন মাজীদে বর্ণিত হয়েছে আসুন! তাঁর পবিত্র জীবনির কিছু ঘটনা শুনি এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি:

 

চার পাখির কুরআনী ঘটনা

    বর্ণিত আছে: একবার হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটি লাশ পড়ে আছে, অবস্থা এমন যে সমুদ্রের মাছও তা ছিঁড়ে খাচ্ছে এবং পাখিরাও তার গোশত খাচ্ছে এই দৃশ্য দেখে হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام কিছুটা বিস্মিত হলেন এমনিতে হযরত ইবরাহীম (عَلَیْہِ السَّلَام এর ঈমান ইয়াকীন (বিশ্বাস) কত