Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat
দরবারে আরয করলেন তখন রব্বুল কারীম জিবরীল আমীন عَلَیْہِ السَّلَام কে পাঠালেন, তিনি জান্নাত থেকে একটি কাপড় নিয়ে আসলেন এবং আরয করলেন: আপনার স্ত্রী হযরত সারা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا কে বলুন যেন এর পায়জামা সেলাই করে দেন। হযরত সারা বর্ণিত পদ্ধতি অনুযায়ী পায়জামা সেলাই করে দিলেন। যখন ইবরাহীম عَلَیْہِ السَّلَام তা পরলেন তখন খুশি হলেন এবং বললেন: এটা পর্দার জন্য কতই না উত্তম। (আল উনসুল জলীল, খন্ড: ১, পৃষ্ঠা: ১২৯)
আল্লাহ পাক আমাদেরকেও লজ্জা নসীব করুন। আজকাল লজ্জার খুব অভাব দেখা যায়। অধিকাংশ ঘরেই নিয়মিত ইসলামী পর্দা প্রচলিত নেই। গায়রে মাহরাম যেমন চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই ইত্যাদির সাথে খোলাখুলি কথাবার্তা, হাসি-ঠাট্টা ইত্যাদি করা হয়। আবার বিয়ে-শাদী ইত্যাদি অনুষ্ঠানে খুব বেহায়াপনার প্রদর্শনী হয়। ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে অশ্লীল ও বেহায়াপনার জিনিসপত্র দেখা হয়। নোংরা ওয়েবসাইটও লোকেরা ব্যবহার করে। নোংরা চিন্তা-ভাবনা করা ইত্যাদি সাধারণ হয়ে যাচ্ছে।
আল্লাহ পাক আমাদের লজ্জার দৌলত নসীব করুন। মনে রাখবেন! লজ্জাও ঈমানকে মযবুতকারী একটি গুণ। প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয়ই লজ্জা এবং ঈমান উভয়ই একসাথে থাকে, فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ অর্থাৎ যখন এদের একটি উঠে যায় তখন অন্যটিও উঠে যায়। (জামে সগীর, হাদীস: ১৯৬৪)
মানে হলো, হায়া (লজ্জা) যত কম হয়, ঈমান ততটাই দুর্বল হতে থাকে এবং (লজ্জা) যত বেশি হয়, ঈমান ততটাই মযবুত হতে থাকে।
(ফয়যুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১৩, হাদীস: ১৯৬৪ এর অধীনে)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর নসীহতসমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা আল্লাহ পাকের নবী হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর কিছু ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করেছি, আসুন! তাঁর عَلَیْہِ السَّلَام নসীহতগুলোও শুনে নিই: