Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

৭টি বকরীর কুয়া

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বীরে সাবা (Be'er Sheva) একটি ঐতিহাসিক শহর ফিলিস্তিনের কাছে অবস্থিত এখন তো এটি অনেক বড় শহর হয়ে গেছে, আগেকার যুগে এটি একটি ছোট গ্রাম ছিল

    আরবীতে 'বীর' (بئر) কুয়াকে বলা হয় এবং 'সাবা' (سبع) এর অর্থ হলো: (সাত) (গণনার যা এর পরে আসে)

    এই স্থানকে বীরে সাবা কেন বলা হয়? ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে একটি বর্ণনা এই যে, আল্লাহ পাকের নবী হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام কে যখন আগুনে নিক্ষেপ করার ঘটনা ঘটলো, আগুন তাঁর জন্যফুল বাগান হয়ে গেল, এই ঘটনার পর তিনি তাঁর এলাকা বাবিল থেকে হিজরত করেন এবং মিশর হয়ে সেই জায়গায় পৌছেন যাকে এখন বীরে সাবা বলা হয় সেই সময় হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام যুবক বয়সে ছিলেন এখানে আল্লাহ পাক তাঁকে অনেক ধন-সম্পদ দান করেন, তাঁর কাছে অনেক গবাদি পশু (গরু, মহিষ, বকরী ইত্যাদি) ছিল এখানকার লোকেরা তাঁকে শেখ সালেহ (অর্থাৎ নেককার মুরুব্বী) বলে ডাকত এরপর এমন হলো যে, এলাকার লোকেরা তাঁর সাথে বেয়াদবি করল এবং বলল: আপনি এখান থেকে চলে যান! হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام তাঁর জিনিসপত্র এবং সমস্ত মাল-পত্র গবাদি পশু নিয়ে জাবরুন নামক শহরে, যাকে এখন আল-খলীল বলা হয়, সেখানে তাশরীফ নিয়ে গেলেন